Siliguri News: ফের রক্তাক্ত ইস্টার্ন বাইপাস! তরতাজা ২ যুবকের প্রাণ কেড়ে নিল বেপরোয়া ট্রাক, গুরুতর আহত আরও ১
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Siliguri News: মাসখানেক আগেই এই বাইপাসের বানেশ্বর মোড় এলাকায় স্কুটার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সাত বছরের এক স্কুল পড়ুয়ার। সেই ঘটনার পর ট্রাফিক পুলিশের তরফে কড়াকড়ি বাড়ানো হলেও বাস্তবে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্যঃ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস যেন ধীরে ধীরে ভয়ংকর দুর্ঘটনাপ্রবণ এলাকায় পরিণত হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় ফের এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন যুবক। গুরুতর জখম অবস্থায় আরও একজনকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চেকপোস্ট থেকে আমবাড়ির দিকে যাওয়ার পথে আশিঘর মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি দ্রুতগতির ট্রাক পিছন দিক থেকে একটি স্কুটারে ধাক্কা মারলে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন স্কুটার আরোহীরা। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহত তৃতীয় আরোহীর অবস্থা আশঙ্কাজনক। মৃতদের বাড়ি শিলিগুড়ির আমতলা এলাকায় বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ অন্ধকার ঘুচিয়ে আলোয় ভাসছে বর্ধমানের ঐতিহ্য! ফের সেজে উঠল কার্জন গেট, ব্যবসায়ীর উদ্যোগে ঝকঝকে রাজা-রানীর মূর্তি
প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুটারটিতে তিনজন আরোহী ছিলেন এবং কারও মাথায় হেলমেট ছিল না। সন্ধ্যার সময় হঠাৎ করেই ট্রাকটি ধাক্কা মারায় রাস্তায় ছিটকে পড়েন তাঁরা। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
advertisement
advertisement
তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইস্টার্ন বাইপাসের একাধিক এলাকায় রাস্তার আলো জ্বলছে না। নির্বাচনের পর থেকেই সন্ধ্যার পর পুরো বাইপাস কার্যত অন্ধকারে ডুবে থাকে। তার উপর শীতের রাতে কুয়াশা পড়লে দৃশ্যমানতা আরও কমে যায়, যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, মাসখানেক আগেই এই বাইপাসের বানেশ্বর মোড় এলাকায় স্কুটার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সাত বছরের এক স্কুল পড়ুয়ার। সেই ঘটনার পর ট্রাফিক পুলিশের তরফে কড়াকড়ি বাড়ানো হলেও বাস্তবে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। একদিকে রাস্তার আলো ও পরিকাঠামোর অভাব, অন্যদিকে সাধারণ মানুষের অসচেতনতা ও ট্রাফিক আইন না মানার প্রবণতা, সব মিলিয়ে ইস্টার্ন বাইপাসে একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেই চলেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
Dec 26, 2025 10:19 PM IST






