নাদনঘাট থানার পুলিশ সেপ্টেম্বর মাসের ১২ তারিখ একটি ষাঁড়টিকে উদ্ধার করে। ওই প্রাণীটি অসুস্থ হয়ে পড়ে। প্রাণীসম্পদ দফতরের চিকিৎসকদের সহযোগিতায় ষাঁড়টির চিকিৎসা শুরু করেন নাদনঘাট থানার আইসি ।
এই প্রসঙ্গে নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ জানিয়েছেন, “আমার নিজস্ব একটা সামাজিক অবস্থান রয়েছে । একটা গবাদি পশুর কষ্ট হচ্ছে দেখি। সেই কারণে আমরা সবাই মিলে মানবিক দৃষ্টিভঙ্গিতে উদ্যোগী হই তার সুস্থতার জন্য।”
advertisement
বিভিন্ন কাজে ব্যস্ত থাকার পরেও প্রতিনিয়ত ষাঁড়টির দেখভাল করছেন আইসি বিশ্বব্ন্ধু চট্টরাজ। আদালতের নির্দেশে নাদনঘাট থানা এলাকার কপিলমুনি আশ্রমে ষাঁড়টির স্থায়ী জায়গা হয়েছে। কিন্তু সেখানেই তার দায়িত্ব শেষ করেননি আইসি। প্রতিনিয়ত সেখানে গিয়ে তার সেবা যত্নের পাশাপাশি প্রতিদিনই খোঁজ খবর নিচ্ছেন তিনি। তার এই মানবিকতার জন্য অনেকেই তার এই কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন।
বনোয়ারীলাল চৌধুরী