ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে, রাইস মিল থেকে কেরল যাওয়ার পথে ২৫ টন গোবিন্দভোগ চাল-সহ গায়েব হয়ে যায় চাল বহনকারী লরিটিও। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় রাইস মিল কর্তৃপক্ষ। পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার অন্তর্গত বুলচন্দ্রপুরে অবস্থিত একটি রাইস মিল থেকে ২৫ টন গোবিন্দ ভোগ চাল বোঝাই একটি লরি উধাও হয়ে যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মাধবডিহি থানার পুলিশ।
advertisement
রাইস মিল মালিক সনৎ দত্ত জানিয়েছেন, গত ২২ ডিসেম্বর থেকে লরির চালক বা গাড়ির মালিক কারও সঙ্গেই আর যোগাযোগ করা সম্ভব হয়নি। সন্দেহ হওয়ায় লরির নম্বর ধরে খোঁজ শুরু করে রাইস মিল কর্তৃপক্ষ। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ব্যবহৃত লরির নম্বরটি সম্পূর্ণ ভুয়ো এবং গাড়ির মালিকানার তথ্যও জাল। অভিযোগের ভিত্তিতে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের সম্পাদক জানান, এর আগেও একাধিকবার চাল বোঝাই লরি হাইজ্যাকের ঘটনা ঘটেছে। তবে পুলিশ প্রশাসনের তৎপরতায় সেসব ক্ষেত্রে লরি উদ্ধার সম্ভব হয়েছে। তাঁর আশা, এবারও পুলিশ দ্রুত চাল ও লরি উদ্ধার করতে পারবে।
