TRENDING:

East Bardhaman News: ভাগীরথীর বিভিন্ন এলাকা জুড়ে আচমকা তল্লাশি! দিনভর খোঁজাখুঁজি করল বন দফতর, বর্ধমানে কী হল জানুন

Last Updated:

East Bardhaman News: বুধবার সারাদিন ধরে ভাগীরথীর বিভিন্ন এলাকা জুড়ে তল্লাশি চালায় বন দফতর। বর্ধমানে হঠাৎ কী হল?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরীঃ কয়েকদিন আগে কাটোয়া শহরের অদূরে ভাগীরথী নদীতে অগ্রদ্বীপের কাছে একটি মৃত ও পচাগলা গাঙ্গেয় ডলফিনের দেহ ভেসে যেতে দেখেন স্থানীয় মৎস্যজীবীদের একাংশ। তাঁদের দাবি, ডলফিনটির অবস্থা দেখে মনে হচ্ছে ইলেক্ট্রিক ছিপ ব্যবহার করে মাছ ধরার ফলেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এই দাবি নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ঘটনার খবর পেয়ে বুধবার সারাদিন ধরে ভাগীরথীর বিভিন্ন এলাকা জুড়ে তল্লাশি চালায় বন দফতর। কিন্তু দীর্ঘ তল্লাশি সত্ত্বেও নদী থেকে কোনও মৃত ডলফিনের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
ভাগীরথী নদী | ফাইল ছবি
ভাগীরথী নদী | ফাইল ছবি
advertisement

কাটোয়া বন দফতরের রেঞ্জার শিবপ্রসাদ সিনহা বলেন, “আমরা খবর পাওয়ার পর বিভিন্ন এলাকায় নৌকা নিয়ে তল্লাশি চালিয়েছি। কিন্তু কোনও মৃত ডলফিনের দেহ পাইনি। ভাগীরথীর স্রোতে সেটি ভেসে অন্যত্র চলে যেতে পারে। ফলে এটি কোথাকার ডলফিন, কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়। তবুও আমরা তল্লাশি চালাচ্ছি।”

আরও পড়ুনঃ আইআইটি খড়গপুরের মুকুটে ফের নয়া পালক! তিন অধ্যাপক পেলেন বিশেষ সম্মান, জানলে গর্বে বুক ফুলবে

advertisement

তিনি আরও জানান, বন দফতর নিয়মিত গাঙ্গেয় ডলফিন সংরক্ষণ ও সচেতনতা প্রচার চালিয়ে যাচ্ছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত দু’বছরের তুলনায় ২০২৫ সালে কাটোয়ার ভাগীরথীতে গাঙ্গেয় ডলফিনের মৃত্যুর হার তুলনামূলকভাবে কমেছে। চলতি বছরে এখনও পর্যন্ত মাত্র দু’টি ডলফিনের মৃতদেহ উদ্ধার হয়েছে। যেখানে ২০২৪ সালে এই সংখ্যা ছিল প্রায় ৮টি।

advertisement

View More

উল্লেখ্য, কাটোয়ার ভাগীরথীতে কল্যাণপুর থেকে পাটুলি পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার এলাকা জুড়ে গাঙ্গেয় ডলফিনের বিচরণ ক্ষেত্র রয়েছে। কয়েক বছর আগে কাটোয়ার শাঁখাই ঘাটে রাজ্য বন দফতরের উদ্যোগে গড়ে তোলা হয় গাঙ্গেয় ডলফিন সংরক্ষণ কেন্দ্র। ডলফিন নিয়ে নিয়মিত গবেষণাও চালানো হচ্ছে। তবুও সম্পূর্ণভাবে ডলফিনের মৃত্যু ঠেকানো যাচ্ছে না।

বন দফতর ও পরিবেশবিদদের হিসেব অনুযায়ী, এই এলাকায় বর্তমানে প্রায় ৩২-৩৫টির বেশি গাঙ্গেয় ডলফিন রয়েছে। যদিও পরিবেশ কর্মীদের একাংশের দাবি, ভাগীরথীর কয়েকটি জোনে ডলফিনের উপস্থিতি ইকোলজির দিক থেকে এখনও সন্তোষজনক নয়। পরিবেশ কর্মীরা জানান, নদীর জলজ জীব বৈচিত্র্যের ভারসাম্য বজায় রাখতে হলে ভাগীরথীকে দূষণমুক্ত রাখা জরুরি। পাশাপাশি গাঙ্গেয় ডলফিনের বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

এদিকে অগ্রদ্বীপ এলাকার একাধিক মৎস্যজীবী দাবি করেছেন, দিন কয়েক আগে একটি ডলফিনের মৃতদেহ নদীতে ভেসে যেতে দেখা গিয়েছে। কয়েকজন সেই দৃশ্য মোবাইল ফোনে ছবিও তুলেছেন। ডলফিন নিয়ে দীর্ঘদিন কাজ করা পরিবেশ কর্মী গনেশ চৌধুরী বলেন, “আমি নিজে মৃত ডলফিনের দেহ ভেসে যেতে দেখে ছবি তুলেছিলাম। এই বিষয়ে বন দফতরকেও জানিয়েছিলাম।” মৎস্যজীবী ও পরিবেশ কর্মীদের এই দাবির পরেও মৃত ডলফিন উদ্ধার না হওয়ায় প্রশ্ন উঠছে ভাগীরথীতে গাঙ্গেয় ডলফিনের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা আদৌ কতটা কার্যকর?

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: ভাগীরথীর বিভিন্ন এলাকা জুড়ে আচমকা তল্লাশি! দিনভর খোঁজাখুঁজি করল বন দফতর, বর্ধমানে কী হল জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল