উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে আটটি ফ্রাঞ্চাইজি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। আগামী ১৫ ডিসেম্বর বর্ধমানের স্পন্দন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই লিগ। এই টুর্নামেন্টে জেলা থেকে খেলবে বর্ধমান ব্লাস্টার। এই দলের কর্মকর্তা সুশান্ত ঘোষ বলেন, বর্তমান দলের কোচ হিসেবে থাকবেন দীপক মন্ডল।
আরও পড়ুন: উজাড় করা রূপ কাঞ্চনজঙ্ঘার, শিলিগুড়ি থেকেও মিলছে দর্শন! উত্তরে ঠান্ডার নাচন, এল IMD’র মেগা আপডেট
advertisement
দলে খেলবেন সুরজিৎ হাঁসদার মত উঠতি তারকারা। দলে থাকবে আরও চমক, যেটা আগামীদিনে সামনে আনা হবে। বর্ধমান দলের হোম গ্রাউন্ড হবে শহরের স্পন্দন স্টেডিয়াম। জেলার উঠতি খেলোয়াড়দের ভালভাবে পরিচর্যা করে, আগামীদিনে ভাল ফুটবলার তৈরি করার জন্য কোচিং ক্যাম্প করা হবে। এছাড়াও প্রচারের জন্য টুর্নামেন্টের উদ্যোক্তারা ট্রফি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরছেন৷
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, ক্যানিং, উত্তর ২৪ পরগনা, হাওড়া, মেদিনীপুরের পর ট্রফি এসে পৌছয় বর্ধমানে। জেলায় করা হয় রোড শো। উদ্যোক্তা রজতশুভ্র মুখুটি বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে দলগুলি খেলবে, সেখানে অনূর্ধ্ব ১৯ খেলোয়াড়রা সুযোগ পাবে। স্থানীয় ছেলেদের একটা বড় মঞ্চ দেওয়ার জন্যই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।






