রবিবার বিকালে কাটোয়া ২ ব্লকের মেঝিয়ারি সতীশচন্দ্র স্মৃতি বিদ্যালয়ের মাঠে খেলার শুভসূচনা করলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাটোয়া ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এমএলএ কাপ ২০২৫ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নিয়েছিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ একাদশ ও পশ্চিম বর্ধমানের উখড়া পুজারী ফুটবল একাডেমি।
advertisement
পূর্ব বর্ধমান জেলা পুলিশ একাদশ ৫-১ গোলে জয়লাভ করেছে। কাটোয়া ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিণ্টু মণ্ডল জানান, এবারের প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, দাঁইহাট পুরসভার পুরপ্রধান সমর সাহা, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজীব চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, নিয়মিত শরীরচর্চা ও ক্রীড়াচর্চার মধ্যে দিয়ে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ে উঠতে পারে। গ্রামীণ এলাকার ফুটবল মাঠে দর্শকদের উপস্থিতি দেখে বোঝা যায় আয়োজকদের লক্ষ্য পূরণ হয়েছে। ফুটবল টুর্নামেন্টকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।
