জানা গিয়েছে, মৃত যুবকের নাম কার্তিক মাঝি। বয়স আনুমানিক ৩২ বছর। তার বাড়ি কাটোয়ার সাত নম্বর ওয়ার্ডের ভূতনাথতলা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত কার্তিক ওষুধের লাইনে কাজ করত। মৃত কার্তিকের এক ভাই সাহেব মাঝি বলেন, “বুধবার রাত ৯ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। থানায় মিসিং ডাইরিও করেছিলাম। তবে এটা স্বাভাবিক ঘটনা মনে হচ্ছে না। কারণ পায়ের দু’টো জুতোর ফিতে একটার সঙ্গে আর একটা বাঁধা ছিল। মনে হচ্ছে কেউ মেরে ফেলে দিয়েছে। আমরা থানায় অভিযোগ করব।”
advertisement
আরও পড়ুন: বোঝো কাণ্ড! বাড়িতে চুরি করতে এসে চোরের নজিরবিহীন ভুল, ফেলে গেল মোবাইল! হাসিররোল পুরুলিয়ায়
মৃত কার্তিক মাঝির কাকা সুনিল মাঝি বলেন, “এটা স্বাভাবিক ঘটনা নয়, ওঁর বন্ধুবান্ধব যাদের সঙ্গে ওঠাবসা করে তারাই এটা করেছে। আমরা অভিযোগ করব, এটা মার্ডার কেস মনে হচ্ছে আমার। আমার চাইছি এটার সঠিক তদন্ত করে যেন দোষীর সাজা হয়। ১৮ অগ্রহায়ণ বিয়ের ঠিক হয়েছিল, বাড়ি থেকে বেনারসি কিনব বলে বেরিয়েছিল। এরকম ঘটনা ঘটে গেল আমাদের কষ্টে বুক ফেটে যাচ্ছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সামনেই কার্তিক পুজো তবে তার আগেই মৃত্যু হল কাটোয়ার কার্তিকের। কার্তিক মাঝির ক্লাবের ছেলেদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া। তবে বিয়ের বেনারসি কিনব বলে বাড়ি থেকে বেরোনোর পর আর বাড়ি ফিরল না কার্তিক। পুকুর থেকে উদ্ধার হল তার মৃতদেহ।






