TRENDING:

Kali Puja 2025: তেল মাখানো পিতলের ঘটি নিয়ে কাড়াকাড়ি! নলাহাটির মুঘল আমলের আগের কালীপুজো, রীতিনীতি অবাক করবে আপনাকেও

Last Updated:

মুঘল আমলের আগে থেকে প্রায় কয়েকশো বছরের বেশি সময় ধরেই এই পুজো হয়ে আসছে৷ এ ছাড়াও এই পুজোয় রয়েছে নানা পুরনো নিয়ম রীতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার নলাহাটি গ্রামে মা কালীর ঘট ছাড়াই পুজো হয়৷ পঞ্চমুণ্ডি আসনে মা কালীকে বসিয়ে পুজো শুরু হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মুঘল আমলের আগে থেকে প্রায় কয়েকশো বছরের বেশি সময় ধরেই এই পুজো হয়ে আসছে৷ এ ছাড়াও এই পুজোয় রয়েছে নানা পুরনো নিয়ম রীতি। পুজোকে কেন্দ্র করে নলাহাটি-সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষের আবেগও জড়িয়ে রয়েছে পুজোর সঙ্গে। ভট্টাচার্য পরিবারের হাত ধরে পুজোর সূচনা হলেও বর্তমানে ভট্টাচার্য, বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায় পরিবারের সদস্যরা এই পুজো পরিচালনা করে আসছেন।
advertisement

পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, এই পুজো বিগত কয়েকশো বছরের পুরনো পুজো। এই পুজো কতদিনের পুরনো তা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে। তবে আসলে কত বছরের পুরনো এই পুজো তা সঠিক ভাবে বলা বেশ কঠিন। সেবাইতরা জানান, দুর্গাপুজোর ত্রয়োদশীর দিন থেকে প্রতিমা তৈরি শুরু হয়৷ তবে পুজোর আগের দিনেই শুধুমাত্র প্রতিমার গায়ে রঙ দেওয়া হয়। পুজোয় রয়েছে নানা বৈশিষ্ট্য। পুজোর দিন সকালে গ্রামের সধবা মহিলারা পান, সুপারি-সহ নানা উপকরণ দিয়ে পুজো দেন মা কালীকে। তারপরেই চলে সিঁদুর খেলা। তবে অমাবস্যা পড়ার পর থেকেই পুজো শুরু হলেও পুজো চলে বিসর্জনের দিন সকাল পর্যন্ত। শুধুমাত্র এই গ্রাম নয়, আশেপাশের আরও বেশ কিছু গ্রামের বাসিন্দারা উৎসবের মেজাজে মেতে ওঠেন এই পুজোকে ঘিরে।

advertisement

আরও পড়ুন: দিনে ৩০ হাজার টাকা পর্যন্ত বেচাকেনা, কালীপুজোর আগে দারুণ চাহিদা! ‘এই’ মিষ্টির ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন আপনিও

View More

গ্রামবাসী সুকান্ত ব্যানার্জী বলেন, “আমরা গ্রামবাসীরা খুবই আনন্দ করি। আমাদের মা খুবই জাগ্রত। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন আমাদের এই গ্রামে।” পুজোর পুরোহিতদের কাছে জানা গিয়েছে, বিসর্জনের দিন ঘটি কাড়াকাড়ি এই গ্রামের সবথেকে আকর্ষনীয় প্রথা। একটি পিতলের ঘটিতে তেল মাখিয়ে গ্রামের মানুষ কাড়াকাড়ি করেন। যিনি কেড়ে নিতে পারবেন ঘটি তাঁর। এই রীতি চলে আসছে বহু বছর ধরে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মা কালীকে গাড়ি অথবা কাঁধে করে নিয়ে যাওয়া সম্ভব হয় না।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বসে না থেকে মাত্র ৮০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে রোজগার হবে মোটা টাকা! 
আরও দেখুন

তাই বিসর্জনের দিন বাঁশ দিয়ে প্রতিমাকে টানতে টানতে মন্দির থেকে প্রায় ৩০০ মিটার দূরে পুকুরে বিসর্জন করা হয়। এই গ্রামে মা কালীর নিত্যসেবা হয়। তাই বিসর্জনের পরে মূল মন্দিরে আবার নিত্যপুজো হয়৷ নলাহাটির মা কালীকে নিয়ে ঘিরে অনেকের বহু বিশ্বাস রয়েছে৷ গ্রামবাসীদের মতে মাকে ডাকলে কাউকে খালি হাতে ফিরে যেতে হয় না।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: তেল মাখানো পিতলের ঘটি নিয়ে কাড়াকাড়ি! নলাহাটির মুঘল আমলের আগের কালীপুজো, রীতিনীতি অবাক করবে আপনাকেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল