TRENDING:

Durga Puja 2025: বর্ধমানেই এবার কাশী বিশ্বনাথ ধাম ! মণ্ডপে ঠাকুর দর্শনে গিয়ে দেখতে পাবেন বেনারসের গঙ্গা আরতিও

Last Updated:

Durga Puja 2025: এবার আর যেতে হবে না বেনারস।বর্ধমানেই দর্শন করতে পারবেন কাশী বিশ্বনাথ মন্দির। শুধু মন্দিরই নয় দেখতে পাবেন গঙ্গা আরতিও। কারণ মন্দিরে সামনেই গড়ে উঠছে নমো নমো ঘাট আর ধাত্রীগ্রাম থেকে করে আনা হচ্ছে গঙ্গাজল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান, সায়নী সরকার: এবার আর যেতে হবে না বেনারস।বর্ধমানেই দর্শন করতে পারবেন কাশী বিশ্বনাথ মন্দির। শুধু মন্দিরই নয় দেখতে পাবেন গঙ্গা আরতিও। কারণ মন্দিরে সামনেই গড়ে উঠছে নমো নমো ঘাট আর ধাত্রীগ্রাম থেকে করে আনা হচ্ছে গঙ্গাজল। সেখানেই চতুর্থী থেকে দশমীর পর্যন্ত বেনারসের নমো নমো ঘাটের মতই গঙ্গা আরতি করবেন বেনারস থেকে আসা পুরোহিতরা।
advertisement

সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনক্ষেত্র পূর্ব বর্ধমানের বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনি বারোয়ারী দুর্গাপুজো। গড়ে উঠছে কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি দুর্গার মণ্ডপ।প্রায় ৩০ লক্ষ টাকা বাজেটের এই পুজো নজর কাড়বে বর্ধমানবাসীর, কাশী বিশ্বনাথ ধামের আদলে তৈরি মণ্ডপ। আর তার সামনেই গঙ্গা আরতি করবেন বেনারসের পুরোহিতরা। মোট ১২ জন পুরোহিত আসছেন বেনারস থেকে। ৬ জন পুরোহিত ৪৫ মিনিট করে আরতি করবেন সন্ধ্যা ৬ টা থেকে রাত্রি ১১ টা পর্যন্ত। বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনি বারোয়ারী দুর্গাপুজো কমিটির উদ্যোক্ত নরুল আলম বলেন, বাজেপ্রতাপপুর মানেই সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান। সর্বধর্ম সমন্বয়ে এখানে সকলে মিলেমিশে পুজোর আয়োজন করা হয়। চতুর্থীর দিন থেকে দশমীর দিন পর্যন্ত সন্ধ্যা ছয়টা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত বেনারস থেকে পুরোহিতরা এসে গঙ্গা আরতি করবেন।

advertisement

আরও পড়ুন : পুরুলিয়ার রাজবাড়িতে ৩০০ বছরের প্রাচীন এই পুজো আজ সর্বজনীন

বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনি বারোয়ারী দুর্গাপুজো বর্ধমানবাসীর জন্য হতে চলেছে এ এক অনন্য অভিজ্ঞতা।দুর্গাপূজার এই দিনগুলিতে আর বেনারস যাওয়ার অপেক্ষা কেন?এই পুজো মণ্ডপে একবার পা রাখলে,দর্শনার্থীরা একই সঙ্গে কাশী বিশ্বনাথ ধামের আধ্যাত্মিকতা এবং গঙ্গা আরতির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: বর্ধমানেই এবার কাশী বিশ্বনাথ ধাম ! মণ্ডপে ঠাকুর দর্শনে গিয়ে দেখতে পাবেন বেনারসের গঙ্গা আরতিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল