TRENDING:

East Bardhaman: পঞ্চায়েতের আগে এলাকা দখলকে কেন্দ্র উত্তপ্ত রায়না, বাবা-ছেলেকে প্রকাশ্যে গুলি, ধৃত ২

Last Updated:

মৃগাঙ্কর শরীরে একটি গুলি লাগে। দু’টি গুলি লাগে মৃগাঙ্কর বাবা বাদল সিংয়ের শরীরে৷ গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণবঙ্গ: পূর্ব বর্ধমানের রায়নায় বাবা ও ছেলেকে মারধর ও গুলি চালানোর ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। কছুদিন আগে রায়নার শুকুরে বাবা ছেলেকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। দুজনকে ব্যাপক মারধরও করা হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছিল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার এই গুলি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে দু'জনকে গ্রেফতার করেছে রায়না থানার পুলিশ। ধৃতদের নাম তপন রায় ও হেমন্ত মাঝি।
advertisement

জামালপুরের শিয়ালি বাসস্ট্যান্ডের কাছ থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপার কামনাশিস সেন জানিয়েছেন, বাকি অভিযুক্তদেরও খুব তাড়াতাড়ি গ্রেফতার করা যাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়! বাংলা-সহ রাজ্যে রাজ্যে সতর্কতা জারি! ১১ রাজ্যে কাঁপিয়ে বৃষ্টি ! গরমে হাঁসফাঁস ৮ রাজ্য! আবহাওয়ার বড় আপডেট

advertisement

কিছুদিন আগেই পূর্ব বর্ধমানের রায়নার শুকুরের বাসিন্দা মৃগাঙ্ক সিং নামে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। এরপরেই ছেলেকে নিয়ে থানা অফিযোগ জানাতে যান মৃগাঙ্কের বাবা বাদল সিং। অভিযোগ, থানায় অভিযোগ জানিয়ে ফেরার পথেই এই বাবা-ছেলের উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। চলে বেধড়ক মারধর। শেষে তাঁদের লক্ষ্য করে গুলি করে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।

advertisement

বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ছেলে মৃগাঙ্ক ও বাবা বাদলের চিকিৎসা চলছে। তণমূলের এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করেই এই ঘটনা বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ফুলশয্যার 'ঘনিষ্ঠ মুহূর্ত' রেকর্ড করে 'ফাঁসলেন' বর-কনে! ঘুম ভাঙতেই আকাশ ভেঙে পড়ল মাথায়! ভিডিও Super ভাইরাল

গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত ভোটের আগে হঠাৎই উত্তপ্ত হয়ে উঠেছে বর্ধমানের রায়না৷ আতঙ্কে এলাকার মানুষ৷ পঞ্চায়েত ভোটের আগে এলাকা দখলকে কেন্দ্র করেই এই ঝামেলা ছড়িয়েছে বলেই মনে করছেন সকলে৷

advertisement

এমনিতেই নানা সময়ে রাজনৈতিক কারণে উত্তপ্ত থাকে বর্ধমানের এই নির্বাচনী কেন্দ্র৷ রাজনৈতিক সংঘর্ষ থেকে শুরু করে চাপা উত্তেজনা থাকে সব সময়েই৷ আর সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন৷ স্বাভাবিক কারণে তৃণমূল স্তরে এখন রাজনৈতিক উত্তেজনা রয়েছে৷ তার মধ্যে এই ঘটনা ঘটে যাওয়ার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে৷

খবর পাওয়া গিয়েছে, অশান্তি শুরু হয়েছিল বুধবার দুপুরেই৷ সেই সময়েই মৃগাঙ্ক সিং-কে রাস্তা আটকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ৷ তার পর তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগ দায়ের করার পর বাবার সঙ্গে ওষুধ আনতে যাচ্ছিলেন মৃগাঙ্ক৷ সেই সময়েই বেশ কয়েকজন দুষ্কৃতী এসে ঘিরে ধরে তাঁদের৷ সেই সময়ে এঁদের গুলি করা হয়৷ মৃগাঙ্কর শরীরে একটি গুলি লাগে। দু’টি গুলি লাগে মৃগাঙ্কর বাবা বাদল সিংয়ের শরীরে৷ গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman: পঞ্চায়েতের আগে এলাকা দখলকে কেন্দ্র উত্তপ্ত রায়না, বাবা-ছেলেকে প্রকাশ্যে গুলি, ধৃত ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল