TRENDING:

East Bardhaman News: স্কুলের জন্মদিন বলে কথা...! বাদ যায়নি কেক, মাংস, মিষ্টি! নজর কাড়ল সরকারি স্কুলে এলাহি আয়োজন

Last Updated:

East Bardhaman News: মানুষের যদি জন্মদিন হয়, তাহলে স্কুলের হবে না কেন? পড়ুয়াদের এমনই এক সোজাসাপ্টা প্রশ্ন দাগ কেটে যায় প্রধান শিক্ষকের মনে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: মানুষের যদি জন্মদিন হয়, তাহলে স্কুলের হবে না কেন? পড়ুয়াদের এমনই এক সোজাসাপ্টা প্রশ্ন দাগ কেটে যায় প্রধান শিক্ষক অভিজিৎ ভট্টাচার্যের মনে। সেই ভাবনা থেকেই মঙ্গলবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের মাদ্রা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল বিদ্যালয়ের ৬৩তম জন্মদিন।
advertisement

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল পূর্ব বর্ধমানের এই বিদ্যালয়। জুলাই মাসের ১ তারিখ ছিল বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। প্রধান শিক্ষক জানান, তিনি ছাত্রদের সামনে স্কুলের জন্মদিনের কথা বলতেই তারা কেক কাটার ও অনুষ্ঠান করার ইচ্ছা প্রকাশ করে। তাদের ইচ্ছেকে মর্যাদা দিয়েই বিদ্যালয় প্রাঙ্গণে কেক কেটে শুরু হয় জন্মদিন উদযাপন। এরপর ছোটদের পরিবেশনায় একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে তোলে স্কুল চত্বর।

advertisement

আরও পড়ুন: ম্যাপ থেকে মুছে যাবে আস্ত গ্রাম! আশঙ্কা বাসিন্দাদের, স্বাধীনতার পরেও এই গ্রামের হাল দেখলে ভুরু কুঁচকে যাবে

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ভট্টাচার্য্য বলেন, “পড়ুয়াদের আবদার ফেলতে পারিনি। সকলকে সঙ্গে নিয়েই জন্মদিন উদযাপন করা হয়। মানুষের হলে বিদ্যালয়ের কেন হবেনা?” পড়ুয়াদের আনন্দের কথা ভেবে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বিশেষ মেনুর ব্যবস্থাও করা হয়েছিল। মিষ্টি, মাংস সহ নানা পদে সাজান হয়েছিল মধ্যাহ্নভোজ।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এটি শুধু একটি অনুষ্ঠান নয়, ছিল আবেগ ও ভালবাসার মেলবন্ধন। পড়ুয়াদের সরল ইচ্ছেকে মর্যাদা দিয়ে স্কুলের জন্মদিন পালনের এই উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করছেন অভিভাবকরাও। বিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়, এখানে গড়ে ওঠে স্মৃতির ভাণ্ডারও, আর এই জন্মদিন উদযাপন সেই বন্ধনেরই প্রতিচ্ছবি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: স্কুলের জন্মদিন বলে কথা...! বাদ যায়নি কেক, মাংস, মিষ্টি! নজর কাড়ল সরকারি স্কুলে এলাহি আয়োজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল