দিনের পর দিন ফুটপাথে কেটেছে জীবন। মাথার উপর ছিল শুধু আকাশ। নেই কোন স্থায়ী ঠিকানা অথবা নেই আপনজন। সেই ভবঘুরে, ভূমিহীন ও অবহেলিত মানুষদের পাশে এসে দাঁড়াল বর্ধমান পৌরসভা। প্রায় দু-কোটি টাকা ব্যয়ে বর্ধমানের গুডশেড রোড এলাকায় বর্ধমান পৌরসভার উদ্যোগে গড়ে উঠেছে অত্যাধুনিক তিনতলা আবাসন। যেখানে ভবঘুরে,ভূমিহীন অথবা বাড়িতে দেখার কেউ নেই এমন ৫০ জন মানুষের সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে পৌরসভা।
advertisement
যেখানে নেই কোন অবহেলা, অবজ্ঞা। শুধু আছে ভাল থাকা। তাই এই আবাসনের নাম দেওয়া হয়েছে ‘ভালো বাসা’ অর্থাৎ ভাল থাকার জায়গা। এই ভালো বাসায় নেই কোন বাধ্যবাধকতা। ইচ্ছা হলে সকলেই করতে পারেন নিজের মতো কাজ। আবার সারাদিন কাজের শেষে ফিরে আসতে পারবেন নিজেদের ‘ভালো বাসা’র নিরাপদ আশ্রয়ে।
সকালের জলখাবার থেকে শুরু করে দুপুর ও রাতের খাবার, সবই আসছে ‘মা ক্যান্টিন’-এর মাধ্যমে। সকালে এবং বিকেলে মিলছে গরম চা। ম্যানেজার উত্তম ঘোষ বলেন, শুধু খাওয়া দাওয়া বা থাকার ব্যবস্থাই নয় তাদের শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা হয় এখানে। প্রতিমাসে একজন করে এমবিবিএস চিকিৎসক আসেন এখানে এবং আবাসিকদের চেকআপ করতে। যদি কোন ওষুধ প্রয়োজন হয় তা তাদের সরবরাহ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দিনের পর দিন অভুক্ত থাকা, বৃষ্টিতে ভেজা বা শীতে কষ্ট পাওয়ার সেই দিনগুলি আজ অতীত। বর্ধমান পৌরসভার ‘ভালো বাসায়’ তাদের জীবনে এসেছে এক নতুন আলোর রেখা। এখানে তারা শুধু আশ্রয় না, ফিরে পেয়েছেন সম্মান, যত্ন এবং বেঁচে থাকার এক নতুন প্রেরণা।





