কাটোয়া থানার পুলিশ অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায়। তখনও পুলিশ দেহ শনাক্ত করতে পারেনি। সোমবার সকালে কাটোয়া থানার তরফ থেকে মৃতদেহের বিবরণ দিয়ে থানায় থানায় মৃতদেহ উদ্ধারের বার্তা পাঠানো হয়।
advertisement
কেতুগ্রাম থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃতদেহ উদ্ধারের খবর পৌঁছয় নিখোঁজ শ্রমিক মুর্শিবাদের ভরতপুর থানার পল্লিশ্রী গ্রামের বাসিন্দা দুর্লভ রাজবংশীর পরিবারেও। দুর্লভ রাজবংশীর দাদা সুনীল রাজবংশী ভাইয়ের পোশাক ও মুখ দেখে দেহ শনাক্ত করেন।
আরও পড়ুনঃ গরুমারায় জঙ্গল সাফারিতে বিরল দৃশ্য! সামনে হেঁটে গেল লেপার্ড, ঠান্ডা হয়ে এল পর্যটকদের শরীর, দেখুন
গত ৩ ডিসেম্বর গভীর রাতে বালি বোঝাই নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে কেতুগ্রামের কল্যাণপুর ঘাটের কাছে ডুবে যায়। ১২ জন শ্রমিক সাঁতরে পাড়ে উঠতে পারলেও দুর্লভ রাজবংশী সাঁতরে পার হতে পারেননি। নিখোঁজ হয়ে যান তিনি। ১৯ দিন পর উদ্ধার হল দেহ। ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।
