Jungle Safari: গরুমারায় জঙ্গল সাফারিতে বিরল দৃশ্য! সামনে হেঁটে গেল লেপার্ড, ঠান্ডা হয়ে এল পর্যটকদের শরীর, দেখুন
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Jalpaiguri Jungle Safari: ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারির সময় মেদলা এলাকায় প্রকাশ্যে লেপার্ডের দেখা। মূর্তি নদীর পাড় ধরে হেঁটে যাচ্ছে লেপার্ড। এমন বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করে উচ্ছ্বসিত পর্যটকরা।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: গভীর জঙ্গলে কার (গাড়ি) সাফারি করতে গিয়ে সামনে এ কার দেখা মিলল? এ তো বিরল মুহূর্ত। চোখে দেখা মাত্রই নিস্তব্ধ গোটা চত্বর। শুধুই যেন সেই স্মরণীয় মুহূর্ত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন উপস্থিত সকলে। ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যানে পর্যটকদের জন্য এ যেন এক স্বপ্নের মুহূর্ত।
উত্তরবঙ্গে জাকিয়ে পড়েছে শীত আর এই সময় জঙ্গলের ভিতর কার সাফারিতে গোরুমারার মেদলা এলাকায় প্রকাশ্যে লেপার্ডের দেখা মিলতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন পর্যটকরা। সচরাচর কার সাফারিতে লেপার্ডের দর্শন মেলে না, তাই এই দৃশ্য নিঃসন্দেহে বিরল ও স্মরণীয়।
আরও পড়ুনঃ বিধায়কের প্রতিশ্রুতি পূরণ! জাগ্রত লোটাদেবী মায়ের মন্দিরে যাওয়ার জন্য তৈরি নিরাপদ ফুটব্রিজ, দুর্গম পথের দুশ্চিন্তা থেকে মুক্তি
জানা গিয়েছে, এদিন সাফারির সময় হঠাৎই জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসে একটি লেপার্ড। একেবারে খোশমেজাজে মূর্তি নদীর পাড় ধরে হেঁটে যেতে দেখা যায় তাকে। মেদলা ওয়াচ টাওয়ার থেকে প্রায় মিনিটখানেক ধরে স্পষ্টভাবে লেপর্ডটিকে দেখতে পান পর্যটকরা। সেই দৃশ্য মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করেন অনেকেই। ওয়াচ টাওয়ারে তখন কলকাতা, মুর্শিদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্তত ত্রিশজন পর্যটক উপস্থিত ছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শীতের শান্ত ঘুম বদলে গেল চিরঘুমে! ছাদ বেয়ে ঘরে ঢুকে কুপিয়ে খুনের অভিযোগ, হাড়হিম করা কাণ্ড মালদহে
গাইডদের সূত্রে জানা যায়, গোরুমারা থেকে পাঁচটি সাফারি গাড়ি পর্যটকদের নিয়ে মেদলায় যায়। পাশাপাশি রামশাই দিক থেকেও আসে আরও কয়েকটি গাড়ি। সব মিলিয়ে পর্যটকদের উপস্থিতিতে মুখর ছিল মেদলা এলাকা। এক পর্যটক জানান, “জঙ্গলে এসে এমন দৃশ্য চোখের সামনে দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার। চিতাবাঘকে এত কাছ থেকে, এত শান্তভাবে হাঁটতে দেখা আজীবনের স্মৃতি হয়ে থাকবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গাইডরাও জানান, বিকেলের দিকে জলাশয়ের ধারে মাঝে মাঝে বন্যপ্রাণীদের দেখা মিললেও লেপার্ডের এমন প্রকাশ্য উপস্থিতি খুবই বিরল। পর্যটকদের মুখে হাসি আর উত্তেজনাই বলে দিচ্ছে, এই সাফারি নিঃসন্দেহে তাঁদের ভ্রমণের সেরা মুহূর্তগুলোর মধ্যে একটি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Dec 22, 2025 5:00 PM IST









