বুধবার পূর্ব বর্ধমানের ভাতার থানার পক্ষ থেকে ভাতার হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সম্বর্ধনা দেওয়া হল। সেই ঘটনার স্বাক্ষী থাকলেন হাসপাতালের রোগী ও তাঁদের আত্মীয়রা। ভাতার থানার পক্ষ থেকে হাসপাতালে যান পুলিশের কর্মী অফিসাররা। বিধানচন্দ্র রায়ের জন্মদিন কে সামনে রেখে ভাতার হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মী চিকিৎসকদের হাতে ফুল ও মিষ্টির প্যাকেট তুলে দেন তাঁরা।
advertisement
পুলিশ আধিকারিকরা বলেন, বিগত কয়েক মাস ধরে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রমের করে করোনা সংক্রমণের মোকাবিলা করে চলেছেন। এই প্রতিকূল পরিবেশে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য অনেক চিকিৎসক, স্বাস্থ্যকর্মীকে সামাজিক বাধারও সম্মুখীন হতে হয়েছে। সার্বিকভাবে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের মনোবল বাড়াতেই এই উদ্যোগ। আগামিদিনেও তাঁরা স্বাস্থ্যকর্মীদের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রণব কুমার বন্দ্যোপাধ্যায়, ভাতার হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক সংঘমিতা ভৌমিক-সহ সব চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। পুলিশের এই উদ্যোগে আপ্লুত হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা। তাঁরা বললেন, পুলিশের পক্ষ থেকে এই সম্মানে আমরা খুশি। এই সম্মান আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আরও ভালোভাবে কাজ করার উদ্যম পেলাম।
Saradindu Ghosh