বর্ধমানের লিটিল ম্যাগাজিন মেলায় নানা প্রান্ত থেকে এসেছে বিভিন্ন লিটিল ম্যাগাজিন নিজেদের পত্রিকা ও প্রকাশনার বই নিয়ে কিন্তু এখানে রয়েছে একটি বিশেষ স্টল, যেখানে বিক্রি হচ্ছে না কোনও পত্রপত্রিকা বা বই। এই স্টলটি আলাদাভাবে নজর কেড়েছে সকলের, বহু মানুষ ভিড় জমাচ্ছেন এখানে। ঝাড়খণ্ডের বাসিন্দা নবারুন মল্লিক। কর্মসূত্রে বর্তমানে থাকেন কলকাতায়। শিক্ষকতা করেন তিনি, কিন্তু তাঁর নেশা পুরনো বই-সহ নানা লেখা ও পত্রপত্রিকা সংগ্রহ করা। এই মেলায় তাঁর স্টলে গেলে দেখা মিলবে ১৮৮৩ সালের বঙ্গ দর্শনের দ্বিতীয় বছরের সংখ্যা, ১৯১৯ সালের দ্য হিন্দু পেট্রিয়ট-সহ আরও নানা দুষ্প্রাপ্য পত্রিকা ও বইয়ের সংগ্রহ। প্রায় ২০ বছর ধরে এই সংগ্রহ করছেন তিনি।
advertisement
আরও পড়ুন: কারণ ছাড়াই মুড়িমুড়কির মতো বোমাবাজি জগৎবল্লভপুরে! আতঙ্ক দানা বাঁধছে এলাকায়, অবাক খোদ পঞ্চায়েত প্রধান
নবারুন মল্লিক জানান, “পুরনো বই আমাদের বাড়িতে অনেক দিন থেকেই ছিল, আমার দাদু সংগ্রহ করতেন, আমার বাবাও সংগ্রহ করতেন, সেটা থেকেই আমার ভাল লাগা। প্রথম পুরনো মুদ্রা সংগ্রহ করতাম, ধীরে ধীরে বিভিন্ন পত্রপত্রিকা, নথিপত্র সবই সংগ্রহ করি। এগুলি রাখতেও হয় বিশেষ যত্নে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে গেলে রয়েছে বিশেষ ধরনের ব্যাগ।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ বর্ধমানের লিটিল ম্যাগাজিন মেলায় এক নতুন মাত্রা যোগ করেছে, যা কেবল সাহিত্যপ্রেমীদের নয়, ইতিহাস সন্ধানী অসংখ্য মানুষের কাছেও এক বাড়তি পাওনা। বর্তমান প্রজন্মের কাছেও আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাঁর এই সংগ্রহ নিঃসন্দেহে আগামী প্রজন্মের কাছে এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইতিহাসকে তুলে ধরতে।





