TRENDING:

কেবল শরীর সুস্থ রাখাই নয় যোগায় রয়েছে ভাল উপার্জনের দিক! যোগা শিখিয়ে মাসে মোটা টাকা আয় করুণ, সঠিক পথ দেখালেন অভিজ্ঞ প্রশিক্ষক

Last Updated:

Earn With Yoga: যোগা প্রশিক্ষণ দিয়ে মাসে ৪০-৫০ হাজার টাকা বা তারও বেশি উপার্জন করা যেতে পারে। সেই সঙ্গে ফিজিওথেরাপি জানা থাকলে আরও বেশি উপার্জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: যোগ ব্যায়াম শিখিয়ে মাসিক মোটা টাকা আয়! শরীর সুস্থ রাখতে যোগাভ্যাসের বিকল্প নেই। বহুকাল আগে থেকেই যোগ অভ্যাসের প্রতি আগ্রহ দারুণ। বর্তমান সময়ে আরও অধিক মাত্রায় বেড়েছে যোগ ব্যায়াম চর্চা। বিশেষ করে স্কুলগুলিতে লেখাপড়ার পাশাপাশি পার্শ্ব শিক্ষার সঙ্গে যোগ অভ্যাসের দারুণ চল রয়েছে। এতেই বহু ছেলে মেয়ে দক্ষতার সঙ্গে নিজেদের প্রতিভা তুলে ধরেছে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পৌঁছে যাচ্ছে প্রত্যন্ত গ্রামের ছেলে-মেয়েরাও।
advertisement

আরও পড়ুনঃ বেতন ছাড়াই সমাজ গড়ার কাজ! যোগ্য-অযোগ্যের ভিড়ে অবসরপ্রাপ্ত শিক্ষিকা যা করছেন… শিক্ষক দিবসে জানুন তাঁর গল্প

যোগার মাধ্যমে স্বনির্ভর হওয়ার আগ্রহ অনেকের থাকলেও সঠিক পথ অজানা বেশিরভাগ মানুষের। সেই দিক থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন অভিজ্ঞ প্রশিক্ষক এবং আন্তর্জাতিক যোগা বিচারক প্রবীর রায়।

advertisement

আরও পড়ুনঃ সন্ধ্যা হলেই ওপার বাংলার দুষ্কৃতীদের কুকর্ম ‘এই’ এলাকায়! এবার সব ঘুচবে, সীমান্ত পেরিয়ে আর ঢুকতে পারবে না এপারে

“আমাদের দেশের পাশাপাশি যোগা সারা বিশ্বজুড়ে দারুন প্রচলিত রয়েছে। জাতীয় স্তরের পাশাপাশি আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতাও অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্মানের পাশাপাশি যুবক যুবতীদের স্বনির্ভর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যোগা। যোগা প্রশিক্ষণ দিয়ে মাসে ৪০-৫০ হাজার টাকা বা তারও বেশি উপার্জন করা যেতে পারে। সেই সঙ্গে ফিজিওথেরাপি জানা থাকলে আরও বেশি উপার্জন। একই সঙ্গে যোগায় ডিগ্রী কোর্স, ব্যাচেলর কোর্স করে নিজস্ব যোগা স্কুল খুলে আরও বেশি উপার্জন হতে পারে”।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এ প্রসঙ্গে যোগা প্রশিক্ষক তথা আন্তর্জাতিক বিচারক প্রবীর রায় জানান, বড় মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরে নিজের উপার্জন পথ তৈরি করা যেতে পারে যোগার মাধ্যমে। এর মধ্যে রয়েছে অফুরন্ত উপার্জনের সুযোগ”।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কেবল শরীর সুস্থ রাখাই নয় যোগায় রয়েছে ভাল উপার্জনের দিক! যোগা শিখিয়ে মাসে মোটা টাকা আয় করুণ, সঠিক পথ দেখালেন অভিজ্ঞ প্রশিক্ষক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল