আরও পড়ুন: আন্ডারপাসের জমা জলে বিলাসবহুল গাড়ি আটকে মৃত্যু হল ব্যাঙ্ক ম্যানেজারের
বুধবার সকালে ৭টা ১০ নাগাদ মাইথন জলাধার থেকে ৪০ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ১ লক্ষ ৩০ হাজার কিউসেক জল ছাড়া হয়। তার পরে আবার সকাল ১০টা ৪৫ নাগাদ মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হয়। এই সময়ে মাইথন থেকে ২০ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল ছাড়ার কথা জানানো হয়।
advertisement
আরও পড়ুন: আরজি কর দুর্নীতি মামলায় উঠে এল অন্য সন্দীপের নাম! মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি অভিযান ইডির
অর্থাৎ দুই জলাধার থেকে বুধবার এখনও পর্যন্ত মোট ৩ লক্ষ ১০ হাজার কিউসেক জল ছাড়া হল ডিভিসির তরফে। এই জল ছাড়ার জন্য বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায়। এর জেরে ইতিমধ্যেই রাজ্যে ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। বেশ কিছু এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার আরও কতটা জল ছাড়ে ডিভিসি দেখার।