হুগলি জেলার খানাকুলের মাড়োখানা, জগৎপুর ও খানাকুল-২ পঞ্চায়েত এলাকার বহু গ্রামে ঢুকেছে জল। বিস্তীর্ণ চাষের জমির পাশাপাশি নিচু এলাকার একতলা বাড়িতেও ঢুকে পড়েছে জল। গ্রামের রাস্তাঘাট জলমগ্ন হয়ে যাওয়ায় নতুন করে শুরু দুর্ভোগ। মাড়োখানা বাজার থেকে পানশিউলি বাজার যাওয়ার রাস্তায় জল উঠে যাওয়ায় বাজার পর্যন্ত বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে।
advertisement
পানশিউলি বাজারে হাওড়া-হুগলি যোগাযোগের বাঁশের সেতু খুলে নেওয়ায় যাতায়াতের ভরসা নৌকা। মাড়োখানা, হানুয়া, জগৎপুর, বারনন্দনপুর, কাকনান-সহ একাধিক গ্রামে ঢুকেছে জল। এই সময়টা সবজি চাষের জন্য উপযুক্ত। কিন্তু চাষের জমি জলমগ্ন হয়ে পড়ায় আদৌ চাষ হবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। ডিভিসি জল ছাড়ার পরিমাণ কিছুটা কমালেও এখনও পুরোপুরি বন্ধ করেনি। ফলে এখনই এই বন্যা পরিস্থিতি থেকে স্বস্তি মিলছে না খানাকুলের নিচু এলাকার মানুষের।