ডিভিসির জল ছাড়ার কারণে দামোদর তীরবর্তী এলাকার মানুষকে মাইকিং করে সতর্ক করছে জামালপুর ব্লক প্রশাসন। পূর্ব বর্ধমানের জামালপুরের দামোদর তীরবর্তী এলাকায় বাসিন্দাদের সতর্ক করছে প্রশাসন। ডিভিসি জল ছাড়ার কারণে দামোদরে জল বাড়ছে। তাই জামালপুর ব্লক প্রশাসনের তরফে মাইকিং করে এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার কথা বলা হচ্ছে।
আরও পড়ুন : প্রথম বন্যার ক্ষত সারেনি এখনও, তার মাঝেই ভয়াল বেগে বইছে শীলাবতী! কৃষিজমির অবস্থা দেখলে কান্না পাবে
advertisement
জামালপুর ব্লকের সিয়ালি, মাঠসিয়ালী, কোরা ও মইদিপুর এলাকা এর আগে ডিভিসির ছাড়া জলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই প্রশাসনের তরফ থেকে আগাম সর্তক করা হচ্ছে স্থানীয়দের। ভারী বৃষ্টির কারণে দুর্গাপুর ব্যারেজ থেকে প্রচুর জল ছাড়ছে ডিভিসি। ফলে কানায় কানায় বইছে দামোদর। তাই যেকোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সাবধান করা হয়েছে সাধারণ মানুষকে।
আরও পড়ুন : বিশাল দুর্গা বানিয়ে চমক, কিন্তু বিসর্জন করতে গিয়ে ফ্যাসাদে পড়লেন উদ্যোক্তারা! অভিনব উপায়ে দেবীকে বিদায়
অন্যদিকে নদী তীরবর্তী এলাকার মানুষজন বলছেন, এমনিতেই চলতি বছরে বারবার ভারী বৃষ্টির কারণে ঘরবাড়ি থেকে শুরু করে কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে। পুজোর পর কছুটা স্বাস্তির আশা করেছিলেন সকলে। কিন্তু ভারী বৃষ্টির ফলে আবার পরিস্থিতি জটিল হয়েছে। পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে প্রশাসন। পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।