চোর ধরতে পুলিশের ব্যর্থতার প্রতিবাদে দত্তপুকুরের কোটরা গোপালপুর এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। ক্ষুদ্ধজনতা একটি গাছের গুঁড়ি ফেলে তাতে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায়। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে তাঁদের এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে। এই বিষয়ে একাধিকবার দত্তপুকুর থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।
advertisement
আরও পড়ুনঃ মাটির দেওয়াল চাপা পড়ে ঘুমের মধ্যেই দুই নাবালিকা মেয়ে সহ মায়ের মৃ*ত্যু
এলাকার বাসিন্দারা জানান, শুক্রবার রাতেও চুরি হয়েছিল। স্থানীয় মানুষজন রাত পাহারার ব্যবস্থা করে এক চোরকে হাতেনাতে চুরি করা মালপত্র ভাগ করার সময় ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে ধৃত ব্যক্তি চুরির কথা স্বীকার করেন এবং তাঁর কাছ থেকে চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার হয়।
গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ ধৃতকে থানায় নিয়ে গেলেও তাঁদের এলাকায় আর চুরি হবে না বলে কোনও আশ্বাস দেয়নি। পরবর্তীকালে চোরকে ছেড়েও দেওয়া হয়। এই কারণে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে গোলাবাড়ি-দত্তপুকুর রাস্তার গোপালপুর মোড়ে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, পুলিশ সুনির্দিষ্টভাবে আশ্বাস না দেওয়া পর্যন্ত তাঁরা অবরোধ তুলবেন না।