জানা যাচ্ছে, দত্তপুকুর লোকাল তখনও ছাড়েনি। যাত্রীরা ট্রেনের মধ্যে বসে ছিলেন। সেই সময় ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি জানলার পাশে বসে থাকা মহিলা যাত্রীদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করছিলেন বলে অভিযোগ। কয়েকজন মহিলা যাত্রী সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নেমে ওই ব্যক্তিকে ধরে উত্তমমধ্যম দেন।
advertisement
স্টেশনে থাকা যাত্রীদের সহযোগিতায় প্ল্যাটফর্মের উপরে তাঁকে বিদ্যুতের পোস্টে বেঁধে রেখে গণধোলাই চলে। সেই সঙ্গেই রেল পুলিশে খবর দেওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর অভিযুক্ত ব্যক্তিকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে এহেন ঘটনার পর থেকে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রসঙ্গত, দত্তপুকুর লোকালে চেপে রোজ যাতায়াত করেন বহু মানুষ। সেই যাত্রীদের মধ্যে মহিলাদের সংখ্যাটাও প্রচুর। এবার সেই ট্রেনের মহিলা যাত্রীদের দেখেই অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে বিদ্যুতের পোস্টে বেঁধে উত্তমমধ্যম দেওয়ার পর রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
