TRENDING:

Duttapukur: ছোট্ট ভাইকে বাঁচাতে গিয়ে বোনও জলে, দত্তপুকুরে খেলতে খেলতে পুকুরে ডুবে মৃত্যু ভাই-বোনের

Last Updated:

খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু একই পরিবারের দুই নাবালকের, শোকের ছায়া গোটা এলাকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দত্তপুকুর: খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু একই পরিবারের দুই নাবালকের, শোকের ছায়া গোটা এলাকায়। জানা যায়, দত্তপুকুরের গঙ্গাপুর বৈশালী এলাকায় পুকুরধারে খেলছিল দুই খুদে। খেলতে খেলতে পুকুরের মধ্যে পড়ে গিয়ে একই পরিবারের দুই নাবালকের মর্মান্তিক মৃত্যু হয়।
পুকুরে ডুবে মৃত যুবক। (Ai image)
পুকুরে ডুবে মৃত যুবক। (Ai image)
advertisement

পরিবার সূত্রে জানা যায়, ৮ বছরের মেয়ে তিথি ঋষি দাস ও সাড়ে ৬ বছরের ছেলে সূর্য ঋষি দাস ঘরে বসে টিভি দেখছিল। বাড়ির বাকিরা তখন ঘুমাচ্ছিলেন। এই সুযোগে ভাই-বোন বাড়ির সদর দরজা খুলে বাইরে খেলতে যায়। বাড়ির বড়রা এই বিষয় ঘুণাক্ষরেও টের পাননি। পুকুর ধারে খেলছিল দুই খুদে। আচমকাই একজন পুকুরে পা পিছলে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে আরেকজনও পুকুরে পড়ে যায়। জলে ডুবে মৃত্যু হয় দুই তিথি ও সূর্যের।

advertisement

এদিকে বাড়িতে ছেলে-মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা-বাবা। আশপাশের সমস্ত এলাকা থেকে আত্মীয়-প্রতিবেশীদের বাড়িতে খোঁজ নেওয়া হয়। কোথাও মেলেনা তিথি ও সূর্যের খোঁজ। শেষপর্যন্ত  দত্তপুকুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয় । পুলিশ তদন্ত শুরু করে।

এদিকে দুর্ঘটনার পর খানিক সময় কাটতেই পুকুরে ভেসে ওঠে দুই ভাই-বোনের মৃতদেহ। পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জিয়াউল আলম, দত্তপুকুর 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Duttapukur: ছোট্ট ভাইকে বাঁচাতে গিয়ে বোনও জলে, দত্তপুকুরে খেলতে খেলতে পুকুরে ডুবে মৃত্যু ভাই-বোনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল