পরিবার সূত্রে জানা যায়, ৮ বছরের মেয়ে তিথি ঋষি দাস ও সাড়ে ৬ বছরের ছেলে সূর্য ঋষি দাস ঘরে বসে টিভি দেখছিল। বাড়ির বাকিরা তখন ঘুমাচ্ছিলেন। এই সুযোগে ভাই-বোন বাড়ির সদর দরজা খুলে বাইরে খেলতে যায়। বাড়ির বড়রা এই বিষয় ঘুণাক্ষরেও টের পাননি। পুকুর ধারে খেলছিল দুই খুদে। আচমকাই একজন পুকুরে পা পিছলে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে আরেকজনও পুকুরে পড়ে যায়। জলে ডুবে মৃত্যু হয় দুই তিথি ও সূর্যের।
advertisement
এদিকে বাড়িতে ছেলে-মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা-বাবা। আশপাশের সমস্ত এলাকা থেকে আত্মীয়-প্রতিবেশীদের বাড়িতে খোঁজ নেওয়া হয়। কোথাও মেলেনা তিথি ও সূর্যের খোঁজ। শেষপর্যন্ত দত্তপুকুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয় । পুলিশ তদন্ত শুরু করে।
এদিকে দুর্ঘটনার পর খানিক সময় কাটতেই পুকুরে ভেসে ওঠে দুই ভাই-বোনের মৃতদেহ। পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
জিয়াউল আলম, দত্তপুকুর