রবিবার দত্তপুকুরের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হল। সেই ঘটনায় কমপক্ষে ছয়-সাতজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ওই ঘটনায় আশপাশের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত উদ্ধারকাজ চলছে।
আরও পড়ুন: মাত্র ২০০ টাকাতেই ঘুরে আসুন সিকিম! ধামাকাদার এই সুবিধা, কীভাবে সম্ভব জানেন?
advertisement
পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বারবার পুলিশকে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। রমরমিয়ে চলছিল বেআইনি বাজি কারখানা। স্থানীয় বাসিন্দাদের দাবি, রবিবার সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ দত্তপুকুরের ওই বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে অন্যত্র ছিটকে গিয়েছে দেহ। আশপাশের একাধিক পাকা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: খেতে বসেছিল ৪ চারজন, হঠাৎ ২ সন্তানের মৃত্যু! মা এখনও আশঙ্কাজনক, ঘটলটা কী?
একটি বাড়ির সামনের অংশও ভেঙে পড়েছে। লন্ডভন্ড হয়ে গিয়েছে এলাকা। আশপাশের গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। আগুন নেভানোর কাজ চলতে থাকে। আসে পুলিশও। যদিও পুলিশকে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয়। বিস্ফোরণের তীব্রতায় পাশের বাড়ির একটি টালির চালেও আটকে যায় এক ব্যক্তির দেহ। পাড়ার একটি পেয়ারা গাছেও আটকে যায় দেহ। ইতিমধ্যেই সেই দেহ নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়। বিক্ষোভ ঠেকাতে মাঠে নেমেছে ব়্যাফ। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করছেন পুলিশি নিষ্ক্রিয়তার দিকে। ফলে এগরার ঘটনা থেকে প্রশাসন কী শিক্ষা নিয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেই যাচ্ছে।