ঘটনাটি হুগলির চুঁচুড়ার তোলা ফটক এলাকার। এলাকার বাসিন্দাদের অভিযোগ প্রায়সই ধস নামে এলাকার বিভিন্ন রাস্তায়। যার ফলে সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। সম্প্রতি পাইপ লাইন বসানোর কাজ শুরু হয় ওই রাস্তায়। কিন্তু সেই কাজ ২ মাস আগে শুরু হলেও এখনও কাজ তেমনভাবে এগোয়নি। রাস্তা খুঁড়ে পড়ে রয়েছে। যার ফলে প্রতিদিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকার মানুষদের।
advertisement
ওই রাস্তার একদম পাশেই রয়েছে একটি বিয়ে বাড়ি । সেখানে এলাকার অনেক পরিবারের বুকিং রয়েছে বিয়ের জন্য। কিন্তু রাস্তা সারাই না হওয়ার কারণে দুশ্চিন্তায় পড়েছেন এলাকার মানুষরা। রাস্তার যে বেহাল দশা কীভাবে হবে তাদের ছেলে-মেয়েদের বিয়ে! কারণ একটি মাত্র মূল রাস্তা আবার সেই রাস্তা খুঁড়ে দেওয়ার কারণে কোনও গাড়ি চলাচল করতে পারছে না।
এই সমস্যা থেকে সুরাহা পেতে স্থানীয়রা দ্বারস্থ হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কাছে। খবর পেয়ে বিধায়ক অসিত মজুমদার সরজমিনে পরিদর্শন করতে আসেন এলাকায়। সেখানে এসে ঠিকা সংস্থার লোকেদের কাজ দেখে তিনি ক্ষুব্ধ হয়ে যান। সংস্থার লোকেদের তিনি নির্দেশ দেন আগামী ১৮ তারিখের মধ্যে যাতে রাস্তার সমস্ত কাজ তারা শেষ করে ফেলে। যাতে বিয়ের মরশুমে পরিবারগুলিকে কোনরকম সমস্যায় না পড়তে হয়।
এই বিষয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন,”রাস্তার কাজ ঠিক মতন করছে না ঠিকাদারি সংস্থাগুলি। রাস্তা করার জন্য যে মাটি তোলা হয়েছিল সেগুলি ঠিক মতন সংরক্ষণ না করতে পারায় চুরি হয়ে যাচ্ছে। যার ফলে রাস্তা যখন ফিলিং করা হচ্ছে তাতে আবারও ধস নামছে। যাতে দ্রুততার সঙ্গে কাজ হয় সেই নির্দেশ দিয়েছে।” বিধায়কের উদ্যোগে খুশি স্থানীয়রা।
রাহী হালদার