আরও পড়ুন: জরাজীর্ণ পুরনো বাড়িতে তিন ভুতের আড্ডা! এই প্যাণ্ডেল দেখলেই আঁতকে উঠবেন
উল্লেখ্য শাক্ত ও বৈষ্ণবের মিলনক্ষেত্র শ্রীচৈতন্য ধাম নবদ্বীপে প্রতি বছর রাস পূর্ণিমা উপলক্ষে হাজার হাজার দর্শনার্থীদের সমাগম ঘটে নবদ্বীপ ধামে। চিরাচরিত প্রথা অনুযায়ী রাসের পরের দিন আড়ং-এ প্রত্যেক পুজোমন্ডপ থেকে পুজো কর্মকর্তারা তাদের প্রতিমা লোহার চাকা বিশিষ্ট গাড়িতে করে নিয়ে শহর প্রদক্ষিণ করেন। নবদ্বীপ শহরের বুকে রাস্তার মধ্যে পরপর রাসেরভিন্ন ভিন্ন প্রতিমা দেখতে জমায়েত হন হাজার হাজার দর্শনার্থীরা। শহরের বুকে ছোট রাস্তার মধ্যে মাঝখানে লোহার গাড়িতে ঠাকুর ও দুই পাশে দর্শনার্থীদের ভিড়ের জন্য কিঞ্চিৎ সমস্যা হয় তবে সেই সমস্যা নিয়ে কার্যত মাথা ঘামাতে চান না রাস দেখতে আসা সকল দর্শনার্থীরা। এরপর পরের দিন স্থানীয় পুকুর এবং গঙ্গার ঘাটে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়।
advertisement
আরও পড়ুন: বেলজিয়াম কাঁচের ফানুসে মোমবাতি জ্বালিয়েই চলে আরাধনা! জানুন
বিসর্জনের দিনও নবদ্বীপ ফাঁসিতলা ঘাটে একাধিক পুলিশকর্মীরা মোতায়েন থাকেন। উপস্থিত থাকেন সমস্ত জরুরি বিভাগ দফতরের কর্মীরাও। তবে এতকিছু ব্যবস্থাপনার পরেও এ ধরনের আকস্মিক দুর্ঘটনায় হতবাক সকলেই! প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন লোহার গাড়ির তুলনায় প্রতিমার উচ্চতা যথেষ্টই বড় ছিল।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সঠিক পদ্ধতিতে সেই প্রতিমার কাঠামো গাড়ি থেকে কাটা হয়নি বলেই এই ধরনের বিপত্তি ঘটে থাকতে পারে বলেই অনুমান তাদের।
Mainak Debnath