TRENDING:

রায়দিঘীতে কোনও আবাস দুর্নীতি নেই, দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দাবি স্থানীয় বিধায়কের

Last Updated:

আবাস যোজনা নিয়ে নয়া দাবি করলেন রায়দিঘীর বিধায়ক ড: অলক জলদাতা। বৃহস্পতিবার রায়দিঘীতে এক সাংবাদিক সম্মেলন করে তিনি জানান যে আবাস যোজনায় কোনো বেনিয়ম হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রায়দিঘী : আবাস যোজনার অনিয়মনিয়ে যখন রাজ‍্য রাজনীতি উত্তাল। ঠিক সেই সময়ে আবাস যোজনা নিয়ে নয়া দাবি করলেন রায়দিঘীর বিধায়ক ড: অলক জলদাতা। বৃহস্পতিবার রায়দিঘীতে এক সাংবাদিক সম্মেলন করে তিনি জানান যে আবাস যোজনায় কোনো বেনিয়ম হয়নি। বিশেষ করে রায়দিঘী বিধানসভায় এই দুর্নীতি নেই বলে জানিয়েছেন তিনি।
সাংবাদিক সম্মেলন
সাংবাদিক সম্মেলন
advertisement

এছাড়াও অলক জলদাতা জানিয়েছেন রায়দিঘী একটি নদীমাতৃক এলাকা। এখানকার মানুষজন আমফান, ইয়াসের মত বড় বড় ঘূর্ণিঝড় দেখেছে। সেজন‍্য তারা পাকা ঘর বাঁধতে চেয়েছে। ২০১৮ সালে যখন তাদের আবাস যোজনার জন‍্য ঘরের ছবি তোলা হয়েছিল তখন তাদের মাটির বাড়ি ছিল। এরপর তারা ভয়াবহ ঝড়ের সম্মুখীন হয়ে পাকা ঘর বেঁধেছে। এজন‍্য তারা অনেকেই ধার, দেনা করেছে। এখনও পর্যন্ত অনেকের বিল্ডার্স দোকানে বাকি রয়েছে।

advertisement

বিরোধীরা আর কিছু না পেয়ে এটাকেই হাতিয়ার করছে। উল্লেখ্য রায়দিঘীর কাশীনগরে বৃহস্পতিবার দিদির সুরক্ষা কবজ নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। সেই সাংবাদিক সম্মেলনে রায়দিঘীর বিধায়ক ড: অলক জলদাতা ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপী হালদার ও অন‍্যান‍্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।

আরও পড়ুনঃ সৌদি আরবের আইনে রোনাল্ডো-জর্জিনার সম্পর্ক অবৈধ, শাস্তি হবে কি সিআরসেভেনের

advertisement

View More

সেখানেই দিদির সুরক্ষা কবচ নিয়ে দলীয় নেতৃত্বকে বিস্তারিত বিবরণ দিয়েছেন রায়দিঘীর বিধায়ক। সেখানেই আবাস যোজনা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে রায়দিঘীর বিধায়ক ড: অলক জলদাতা তার বিধানসভা এলাকায় দুর্নীতির অভিযোগ একেবারে নস্যাৎ করে দিয়েছেন। পঞ্চায়েত ভোটে রায়দিঘীতে তৃণমূল আশাতীত ভালো ফল করবে বলেও আশাবাদী বিধায়ক।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Nawab Mallick

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রায়দিঘীতে কোনও আবাস দুর্নীতি নেই, দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দাবি স্থানীয় বিধায়কের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল