TRENDING:

প্রবাসী অধ্যাপকের অভিনব উদ্যোগে উপকৃত হচ্ছে কৃতি পড়ুয়ারা

Last Updated:

অঙ্কে কৃতি পড়ুয়াদের মোটা অঙ্কের অর্থ পুরষ্কার,প্রবাসী অধ্যাপকের অভিনব উদ্যোগ! 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, দীপিকা সরকার: সূদুর আমেরিকার প্রবাসী অধ্যাপকের অভিনব উদ্যোগে উপকৃত হচ্ছে দুর্গাপুরের কৃতি পড়ুয়ারা। প্রবাসী ওই অধ্যাপকের দেওয়া আর্থিক অনুদানে দুর্গাপুরের নেপালী পাড়া হিন্দি হাই স্কুলের গণিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত মেধা পড়ুয়াকে ১০ হাজার টাকার আর্থিক পুরষ্কার দেওয়া হয় প্রতি বছর।এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ওই স্কুলের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী পড়ুয়াদের ২০০০, ১৫০০ ও ১০০০ টাকা আর্থিক পুরষ্কার দেওয়া হয়।
advertisement

স্কুলের প্রধান শিক্ষকের দাবি পড়ুয়াদের পড়াশোনায় উৎসাহী করতেই এমন অভিনব উদ্যোগ। পাশাপাশি প্রবাসী অবসরপ্রাপ্ত  অধ্যাপক দীপেন্দ্র নারায়ণ ভট্টাচার্যে\’র মহান দানশীলতা ও মহৎ চিন্তাধারাকে স্যালুট জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।স্কুল সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের নেপালী পাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত  ডঃ কলিমুল হক ।তিনি ওই স্কুলের পরিকাঠামো উন্নয়নের ওপর বিশেষ জোর দিয়েছিলেন শুরু থেকেই।

advertisement

তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় স্কুলের পঠন-পাঠন থেকে পরিকাঠামোর বিশেষ উন্নতি ঘটে কয়েক বছরের মধ্যেই। রাজ্যের সেরা স্কুলের পুরষ্কার পায় ওই স্কুল।এবং কলিমুলবাবু শিক্ষারত্ন পুরষ্কার পান।সাড়ে চার হাজার পড়ুয়াকে নিয়ে চলে সুষ্ঠভাবে পঠন পাঠন। সরকারি স্কুলের এমন কর্মকাণ্ড দেখে আমেরিকায় বসে মুগ্ধ হন প্রবাসী বাঙালি অধ্যাপক দীপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য। বর্তমানে তাঁর বয়স ৮৩ বছর। তিনি ওই স্কুলের উন্নয়নের স্বার্থে অর্থ অনুদানের পরিকল্পনা নেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

সেই মত তিনি স্কুলের প্রধান শিক্ষক কলিমুল হকের সঙ্গে সমাজমাধ্যমে যোগাযোগ করেন।আমেরিকার পেন ওয়েস্ট ইউনিভার্সিটি, ক্ল্যারিয়ন-এর এমেরিটাস অধ্যাপক ডঃ দীপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য।তিনি তাঁর স্বর্গীয় মা বাবাকে স্মরণ করার পাশাপাশি এই স্কুলের কার্যকলাপে মুগ্ধ হয়ে এই মহান দৃষ্টান্ত স্থাপন করেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রবাসী অধ্যাপকের অভিনব উদ্যোগে উপকৃত হচ্ছে কৃতি পড়ুয়ারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল