TRENDING:

Durgapur Festival: সুপারস্টারদের ঠাসা অনুষ্ঠান, তালিকায় জিৎ থেকে জাভেদ আলী! দুর্গাপুর উৎসবে চাঁদের হাট

Last Updated:

Durgapur Festival: শীতের শুরুতেই দুর্গাপুরে ধামাকা। দুর্গাপুর উৎসবে বসছে চাঁদের হাট। প্রথম দিনেই থাকবেন অভিনেতা জিৎ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, দীপিকা সরকার: শীতের শুরুতেই দুর্গাপুরবাসীর জন্য বড় সুখবর। শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল আসন্ন তৃতীয় বর্ষের দুর্গাপুর উৎসবে আগত বিশিষ্ট শিল্পীদের তালিকা। আগামী ৫ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত রাজীব গান্ধী মেলা ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে দশদিন ব্যাপী সাংস্কৃতিক মহোৎসব। এই উপলক্ষে আসানসোল -দুর্গাপুর উন্নয়ন পর্ষদে (এডিডিএ) একটি সাংবাদিক বৈঠক করেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত এবং জেলা তৃণমূলের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
দুর্গাপুর উৎসব
দুর্গাপুর উৎসব
advertisement

বৈঠকে তাঁরা এবারের উৎসবের বিশেষ আকর্ষণ, আয়োজন ও শিল্পীদের তালিকা তুলে ধরেন। উদ্বোধনী দিন থেকেই থাকছে বিশেষ চমক। ৫ ডিসেম্বর উৎসবের উদ্বোধনে উপস্থিত থাকবেন টলিউড সুপারস্টার জিৎ। এখানেই শেষ নয়। দশদিন ধরে তারকাদের মেলা বসবে দুর্গাপুর উৎসবে। ৬ ডিসেম্বর মঞ্চে উঠবেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী তন্ময় সাহা। ৭ ডিসেম্বর স্থানীয় খ্যাতনামা শিল্পীরা পরিবেশন করবেন বাংলা ও হিন্দি গানের মনোজ্ঞ সন্ধ্যা। ৮ ডিসেম্বর সঙ্গীতমুগ্ধদের জন্য থাকছে দেশের খ্যাতনামা সমাজসেবী ও শিল্পী পালক ও পলাশ মুছলের অনুষ্ঠান।

advertisement

আরও পড়ুন : প্রকৃতির ‘লাইভ শো’, সহজে দেখার সুযোগ মেলে শীতে! হাতিদের ‘অবাক’ জলপান দেখতে ভিড় করেন পর্যটকরা

৯ ডিসেম্বর মঞ্চে আসবেন সুপরিচিত শিল্পী মনোময় ভট্টাচার্য। ১০ ডিসেম্বর শিল্পশহরবাসী উপভোগ করবেন জনপ্রিয় ক্যাকটাস ব্যান্ডের সংগীতানুষ্ঠান। পরদিন অর্থাৎ ১১ ডিসেম্বর থাকছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সাহানা বক্সী, সৌমি ভট্টাচার্য এবং কেশব দে। এরপর ১২ ডিসেম্বর মঞ্চে উঠবেন বহুল জনপ্রিয় নন্দী সিস্টার্স। ১৩ ডিসেম্বর থাকবেন বিশিষ্ট শিল্পী ইন্দ্রনীল সেন। ১৪ ডিসেম্বর দুর্গাপুরের স্থানীয় প্রখ্যাত শিল্পীদের পরিবেশনায় সাজাবে উৎসবের নবম সন্ধ্যা। আর শেষ দিনে, ১৫ ডিসেম্বর, উৎসবের সর্বোচ্চ আকর্ষণ হিসেবে থাকছেন বলিউড-টলিউডের নামী সঙ্গীতশিল্পী জাভেদ আলী। যার সুরে মুগ্ধ হবে শিল্পশহরবাসী।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সন্ধ্যা নামলেই ধাম কুড়িয়ার জঙ্গলে হাতিদের 'অবাক' জলপান, দেখার সুযোগ মেলে শীতে
আরও দেখুন

সাংবাদিক বৈঠকে এদিন উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান চন্দন দত্ত, সমাজসেবী সন্দীপ দে-সহ বিশিষ্টজনেরা। শিল্প, সংস্কৃতি ও বিনোদনের সমৃদ্ধ মিলনমেলায় পরিণত হতে চলেছে এবারকার দুর্গাপুর উৎসব। উদ্বোধনী দিন থেকেই তারকার ঝলকানি এবং প্রতিটি দিনেই নতুন আকর্ষণ। সব মিলিয়ে শহরের সাংস্কৃতিক ক্যালেন্ডারে ডিসেম্বরের দশ দিন হয়ে উঠবে বিশেষ স্মরণীয়। শহরবাসী ইতিমধ্যেই দুর্গাপুর উৎসবকে ঘিরে প্রবল উত্তেজনা ও অপেক্ষায় দিন গুনছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur Festival: সুপারস্টারদের ঠাসা অনুষ্ঠান, তালিকায় জিৎ থেকে জাভেদ আলী! দুর্গাপুর উৎসবে চাঁদের হাট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল