পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে আউশগ্রামের জাতীয় সড়ক ২বি-র বাগবাটি মোড়ে ছোড়া ফাঁড়ির পুলিশ এবং জেলা পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ নাকা তল্লাশি শুরু করে। সে সময় বোলপুরের দিক থেকে বর্ধমানের দিকে আসছিল একটি চারচাকা গাড়ি। পুলিশ দেখে গাড়ির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। গাড়িটিতে তল্লাশি চালায় পুলিশ। গাড়িটির ডিকি থেকে পলিথিন মোড়ানো প্যাকটে ও পলিথিন প্যাকেটে থাকা আনুমানিক ৯৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।
advertisement
পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, ‘৯৪ কেজি গাঁজা-সহ গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। আউশগ্রাম থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করা হয়েছে এবং পাচার চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’
আরও পড়ুন-অকালে সব শেষ…! মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় অভিনেতা, শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি
জেলা পুলিশের এক আধিকারিক বলেন, গাঁজা পাচারের আগাম খবর ছিল আউশগ্রাম থানার পুলিশের কাছে। তার ভিত্তিতে শুক্রবার রাতে রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও আউশগ্রাম থানার অন্তর্গত গুসকরা ফাঁড়ির পুলিশের যৌথ দল আউশগ্রামের ভেদিয়া অঞ্চলের বাগবাটি মোড়ের কাছে সড়ক পথে নাকা চেকিং শুরু করে। সেই সময় চারচাকা গাড়িটি সেখানে আসে। কিন্তু পুলিশের নাকা চেকিং চলছে দেখে চালক-সহ ২ জন একটু তফাতে গাড়ি ফেলে ছুটে পালিয়ে যায়। এরপর পুলিশ গাড়িতে তল্লাশি চালাতেই প্রচুর মোড়কের মধ্যে ৯৪ কেজি গাঁজা নজরে আসে। পুলিশ গাঁজাসহ গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে। কোথা থেকে এই গাঁজা আসছিল, কোথায় পাঠানো হচ্ছিল তা জানার চেষ্টা চলছে।