দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় মুখর রাজ্য রাজনীতি। ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের পরেই কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি নেতৃত্ব এই নিয়ে আন্দোলন শুরু করেছে। এদিন জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় পদ্ম শিবির।
advertisement
আজ ক্যানিং থানায় ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল ক্যানিং ১ নম্বর মন্ডল বিজেপি। এরপর হাতেগোনা কয়েকজন নিয়ে ক্যানিং থানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা। বেশ কিছুক্ষণ স্লোগান তুলে বিক্ষোভ দেখানোর পর তাঁরা আন্দোলনে বিরত দেয়।
প্রসঙ্গত, গত বছর আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল বাংলা। সেই ঘটনার রেশ পুরোপুরি কাটার আগেই চলতি বছর কসবা ল’ কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনার অভিযোগ সামনে এসেছে। এবার শিরোনামে দুর্গাপুর ধর্ষণকাণ্ড।