এলাকাবাসীর অভিযোগ, পিএইচই-র যে জলের ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কের পাইপ ফেটে গিয়েছে। সেই কারণে দীর্ঘ সময় ধরে তাঁদের এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। একদিকে জমা জলের সমস্যা, অন্যদিকে নিকাশি নালার সংস্কার নেই- দুইয়ের জেরে জল জমে থাকছে এলাকায়, বাড়ছে পোকামাকড়ের উপদ্রব। এতেই ক্ষোভ বাড়ছে স্থানীয়দের।
আরও পড়ুনঃ বৈদ্যবাটিতে কাজে এসে কেতুগ্রামের কিশোরের রহস্যমৃত্যু! সারা শরীরে…! চাঞ্চল্যকর দাবি পরিবারের
advertisement
এলাকাবাসীর অভিযোগ, বিগত কয়েক মাস ধরে এই দুর্ভোগের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে। পিএইচই থেকে কাঁকসার প্রশাসনের বিভিন্ন দফতরকে লিখিতভাবে জানানো হলেও সমস্যা মেটেনি।
চলতি বছর অতিবৃষ্টির জেরে রাজ্যের নানান জায়গায় জল জমে যাওয়ার সমস্যা দেখা দিয়েছে। কাঁকসা বিডিও অফিস সংলগ্ন এলাকার ক্ষেত্রে সমস্যা বাড়িয়েছে পিএইচই জলের পাইপলাইনের ফাটল। বিগত প্রায় দু’মাস ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন বহু এলাকাবাসী। পিএইচই থেকে কাঁকসার প্রশাসনের বিভিন্ন দফতরকে লিখিতভাবে জানানো হলেও এই সমস্যা মেটেনি। ফলে দুর্ভোগের মধ্যেই দিন কাটাতে হচ্ছে তাঁদের।