ইতিমধ্যেই উদ্যোক্তারা খুঁটি পুজো সেরে ফেলেছেন। তার মধ্যে দিয়েই শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। উদ্যোক্তারা বলছেন, চলতি বছরের পুজোর বাজেট প্রায় কুড়ি লক্ষ টাকা। তবে খরচ আরও বাড়তে পারে।
আরও পড়ুনঃ ছাতা মাথায় দাঁড়িয়ে এক গ্রাম লোক! কী খুঁজে পেলেন ওঁরা? মুহূর্তে তোলপাড় জলপাইগুড়ি
থিম সম্পর্কে পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন, মায়াপুরের ইসকন মন্দির দেখতে শুধুমাত্র রাজ্যের মানুষ নন, গোটা দেশ এবং দেশের বাইরে থেকেও আসেন। ইসকনের নবনির্মিত মন্দিরটি পৃথিবী জোড়া খ্যাতি পেয়েছে। তাই সুবিশাল এবং সুদৃশ্য এই মন্দিরটি জেলাবাসীর একদম কাছে এনে দিতে পুজোর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ প্রতীক চিহ্নে বিরাট চমক! ভোটের ময়দানে বিউটির সিদ্ধান্ত চমকে দেবে নিশ্চিত
উর্বশী সর্বজনীন পুজো মণ্ডপে কি কি থাকছে দর্শকদের জন্য? উদ্যোক্তারা বলছেন, মণ্ডপের থিম তো অবশ্যই তৈরি করা হবে ইসকনের ধাঁচে। একইসঙ্গে পুজো মণ্ডপে থাকবে স্পেশ্যাল সেলফি জোন। যেখানেও থাকবে ইস্কন মন্দিরের ছোঁয়া। পাশাপাশি মায়াপুর ইসকন মন্দিরে ঘুরতে গেলে যে সমস্ত ছবিগুলি মানুষের চোখের সামনে ভেসে ওঠে, সেই সমস্ত রকমের দৃশ্যই থাকবে এই মণ্ডপজুড়ে। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হবে প্রতিমা। থাকবে মানানসই আলোকসজ্জা। দুর্গাপুজোয় এই মণ্ডপ দর্শকদের কাছে টানবে, এমনটাই আশা উদ্যোক্তাদের।
Nayan Ghosh