TRENDING:

Durgapur: রক্তমাখা হাতে থানায় গৃহ শিক্ষক! বলে উঠলেন, ‘খুন করেছি’, শিউরে ওঠা কাণ্ড দুর্গাপুরে

Last Updated:

Durgapur: মর্মান্তিকভাবে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই অভিযুক্ত গৃহ শিক্ষক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর: দুর্গাপুর স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ গৃহ শিক্ষকের। দুর্গাপুরের ধোবি ঘাট এলাকায় ঘটেছে এই ঘটনা। সূত্রের খবর, স্ত্রীকে মর্মান্তিকভাবে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই অভিযুক্ত গৃহ শিক্ষক। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঘটে যাওয়া এই ঘটনায় শোরগোল পড়ে যায়, গোটা এলাকায়।
রক্তমাখা হাতে থানায় গৃহ শিক্ষক! বলে উঠলেন, ‘খুন করেছি’, শিউরে ওঠা কাণ্ড দুর্গাপুরে
রক্তমাখা হাতে থানায় গৃহ শিক্ষক! বলে উঠলেন, ‘খুন করেছি’, শিউরে ওঠা কাণ্ড দুর্গাপুরে
advertisement

স্থানীয়দের দাবি, হয় কাটারি দিয়ে অথবা ওই জাতীয় কোনও ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করেছে অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম দুর্গা দাস কর পেশায় গৃহ শিক্ষক। মৃতা স্ত্রীর নাম মুকুল কর। ঘটনার ইতিমধ‍্যে তদন্ত শুরু করেছে পুলিশ। খুনের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন: আপনার মোবাইল নম্বরের শেষ সংখ‍্যা কত? এই সংখ‍্যাটি থাকলেই ‘জ‍্যাকপট’! হু হু করে বাড়বে ধনসম্পদ, তুঙ্গে বৃহস্পতি…ফোন নম্বরই বলে দেবে কপালের হাল

advertisement

আরও পড়ুন: চিনের সমস্ত পণ‍্যে ১০০% ট‍্যারিফ ঘোষণা ট্রাম্পের! শি জিনপিংয়ের-এর সঙ্গে বৈঠক বাতিল, চিনের উপর এত ‘রাগ বাড়ল’ কেন মার্কিন প্রেসিডেন্টের

সেরা ভিডিও

আরও দেখুন
সাপের ভয়ঙ্কর যম 'এটি'! ধীরে ধীরে কমছে সংখ্যা, বিলুপ্ত হলে বাড়বে মৃত্যু,কী বলছেন আধিকারিক
আরও দেখুন

স্থানীয়রা জানিয়েছেন ওই মহিলাকে সব সময় হাসিমুখে দেখা যেত। কিন্তু এদিন সন্ধ্যা নামতেই বদলে যায় ছবিটা। হঠাৎ পুলিশ আসে ভিড় জমে এলাকায়। তখনই জানা যায় নিজের স্ত্রীকে খুন করেছে দুর্গা দাস কর এবং নিজে গিয়ে থানায় আত্মসমর্পণ করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠিয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। কী কারনে এই নির্মম হত্যাকাণ্ড তা জানতে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur: রক্তমাখা হাতে থানায় গৃহ শিক্ষক! বলে উঠলেন, ‘খুন করেছি’, শিউরে ওঠা কাণ্ড দুর্গাপুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল