অধিকাংশ মানুষই জানেন না মুর্শিদাবাদে কোথায় রয়েছে সূর্য দেবতার বিগ্রহ এবং তাঁর মন্দির। জানা গিয়েছে, কয়েক শো বছর আগেই নবগ্রাম ব্লকে বিভিন্ন জায়গায় এই অমৃতকুণ্ড গ্রামে তৈরি হয় এই সুর্য মন্দির। মানুষ এখানে আসেন দৈনন্দিন পুজো দিতে। আপনিও চাইলে দুর্গাপুজোর ছুটিতে একদিনের জন্য কাটিয়ে আসতে পারেন এই সূর্য মন্দির। সকালে চলে পুজো এবং প্রতি রবিবার হয় বিশেষ পুজো ।
advertisement
মন্দিরের বর্তমান সেবায়েতরা জানাচ্ছেন, স্থানীয় মানুষের সহযোগিতায় বছর তিরিশ আগে তৈরি হয়েছে নতুন করে এই সুর্য মন্দির। যেখানে এখনও সূর্য দেবতার নিত্যসেবা করা হয়। পুরোহিত সুমন বলেন, ‘‘সূর্য দেবতার যে মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, তার মুখের একটু অংশ বহু বছর আগে ভেঙে গিয়েছে। এই মন্দিরে সপ্তাশ্ব চালিত রথের উপর আসীন রয়েছেন সূর্য দেবতা। তার সঙ্গে রথের চালক অরুণকে দেখতে পাওয়া যায়। পাশেই রয়েছে মা মাতঙ্গীর একটি মূর্তি।’’ একদিনের জন্য ঘুরে আসুন এই মন্দিরে।