পুজোয় বাড়ি ফেলে ঘুরতে গিয়ে বাড়ির চিন্তায় বেড়ানোর আনন্দ অনেকটাই মাটি হয়ে যায়। আবার চুরির ভয়ে পরিবারের সব সদস্য মিলে একসঙ্গে বেড়াতে যাওয়া হয় না। কারণ ঘর ফাঁকা থাকলেই চুরির ভয় বাসা বাঁধে মনে। পরিবারের কোনও না কোনও সদস্যকে বাড়িতে রেখে যেতেই হয়। তাই বেড়াতে গিয়েও মনের শান্তি থাকে না। আর বর্তমান সময়ে চুরি ছিনতাই-এর ঘটনা বাড়ছে বিভিন্ন এলাকায়। ঘর ফাঁকা রেখে তাই পুজোর ছুটি কাটাতে আত্মীয় বন্ধু-বান্ধবের বাড়ি হোক বা দূরে কোথাও পাহাড়, জঙ্গল বা সমুদ্রে বেড়াতে যাওয়ার ইচ্ছাকে অবদমিত করে রাখতে হয়। তবে এবার ইচ্ছেকে আর অবদমিত করে রাখা নয়। পুজোয় চুটিয়ে ঘুরে বেড়ান। এবার মুশকিল আসান করবে পুলিশ।
advertisement
আরও পড়ুন: মণ্ডপ জুড়ে মাটির হাঁড়ি, বিশেষ বার্তা উদ্যোক্তাদের! দুর্গাপুজোয় অভিনব আয়োজন এগরায়
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে জানান, ‘পুজোর সময় বাড়ি চুরির ঘটনা প্রচুর লক্ষ্য করা যায়। কারণ মানুষজন বাড়িতে তালা মেরে ঘুরতে যান। এখন মানুষ জন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পোষ্ট করেন। ঘুরতে গেলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার কোনও দরকার নেই। কোথাও ঘুরতে গেলে পাশের বাড়িতে অন্তত জানিয়ে যাওয়া উচিত। পাশাপাশি আপনারা পুলিশ থানায় জানিয়ে যাবেন। প্রত্যেক থানা এলাকাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে ২৪ ঘন্টা মটরবাইক ও গাড়ি করে নজরদারি চালানো হচ্ছে। তাই যারা বাড়ি ছেড়ে পুজোয় বেড়াতে যাচ্ছেন, তাঁরা লোকাল থানায় খবর দিলে। বাড়ি পেট্রোলিং এর মধ্যে থাকবে।’
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সহ বিভিন্ন এলাকায় ঘর চুরির ঘটনা শেষ দু-এক মাসে বেশ কয়েকবার হয়েছে। অনেক ক্ষেত্রেই পুলিশ চুরি যাওয়া জিনিস উদ্ধারে সক্ষম হয়েছে। পুজোর সময় ঘর চুরি থেকে রাস্তাঘাটে ছিনতাই বেড়ে যায়। পুজোর সময় তাই এ ধরনের ঘটনা রুখতে বাড়তি নজর দাড়ির ব্যবস্থা করেছে জেলা পুলিশ প্রশাসন। আর দুর্গাপুজোর ঠিক প্রাক মুহুর্তে সাংবাদিক সম্মেলন করে জানালেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য।