পালপাড়া সবুজ অঙ্গন সংঘের দুর্গাপুজো এ’বছর পদার্পণ করল ১৬ তম বর্ষে। প্রতিবছর নতুন ভাবনা ও সমাজসচেতন থিমে দর্শকদের সামনে হাজির হয় এই ক্লাব। এ’বছরের তাদের থিম ‘শান্তির নীড় ও সবুজায়ন’। তাদের বার্তা স্পষ্ট… ধ্বংস নয়, প্রয়োজন শান্তি ও প্রকৃতির সুরক্ষা। এই ভাবনার শিল্পসম্মত রূপকার হলেন শিল্পী পুস্পেদু মণ্ডল। তিনি তাঁর রঙ-তুলি ও সৃজনশীলতার ছোঁয়ায় গড়ে তুলেছেন শান্তির প্রতীকি বার্তা। মণ্ডপের প্রবেশপথেই তুলে ধরা হয়েছে এক অনন্য দৃশ্য, মানুষের হাতে বন্দি পাখিকে মুক্ত করার প্রতীকী উপস্থাপনা।
advertisement
শুধু মণ্ডপ নয়, প্রতিমাতেও ফুটে উঠেছে শান্তির ছোঁয়া। অনন্য রূপে সজ্জিত দেবী দুর্গার প্রতিমা যেন মিলেমিশে গিয়েছে মণ্ডপের ভাবনার সঙ্গে। চারপাশে সবুজের ছোঁয়া, পরিবেশবান্ধব সাজসজ্জা ও প্রকৃতিকে রক্ষার বার্তা দর্শকদের মনে এক আলাদা অনুভূতি জাগিয়ে তুলছে।
পালপাড়া সবুজ অঙ্গন সংঘের এই প্রচেষ্টা শুধু শিল্পকর্ম নয়, এক সামাজিক আহ্বান। বর্তমান সময়ে যখন বিশ্বজুড়ে অশান্তি আর ধ্বংসের ছায়া নেমে এসেছে, তখন গ্রামবাংলার বুকে দাঁড়িয়ে এক ছোট্ট ক্লাব এমন এক মহৎ বার্তা তুলে ধরেছে, যা সত্যিই অনন্য। তাদের মণ্ডপ দর্শনার্থীদের কাছে যেমন আকর্ষণীয়, তেমনই সমাজে শান্তি ও পরিবেশ রক্ষার প্রেরণাও জাগিয়ে তুলছে।