দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো! গোটা বাংলা জুড়ে দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে! চলছে জোরকদমে প্যান্ডেল বানানো থেকে কেনাকাটা। বাংলার ঘরে ঘরে নতুন জামা-জুতোর গন্ধ। কিন্তু দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের ঘোষ পরিবারে দুর্গাপুজোর ঠিক একমাস আগে হয় মা ভগবতীর পুজো। ৪৫০ বছরের প্রাচীন এই পুজো। দেবী ভগবতী মা দুর্গারই আরেকটি রূপ।
মা দুর্গার মতোই মা ভগবতীর সঙ্গেও থাকেন লক্ষ্মী, সরস্বতী। তবে গণেশ কার্তিকের বদলে থাকেন জয় ও বিজয়। একেবারে দুর্গা পুজোর মতোই রীতিনীতি মেনে পূজিত হন মা ভগবতী। দুর্গাপুজোর মতোই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী…পাঁচ দিন ধরে চলে ভগবতী পুজো। কুমারডিহি গ্রামের ঘোষ পরিবারের কুলদেবী মা ভগবতী। চিরাচরিত রীতিনীতি মেনে, নিষ্ঠার সঙ্গে হয় মা ভগবতীর আরাধনা। পরিবারের বর্তমান সদস্য খোকন মণ্ডল ও পরেশ মণ্ডল জানান, প্রায় সাড়ে চারশো বছর আগে ভূধর গোপ কুমারডিহি গ্রামে মা ভগবতীর পুজোর প্রচলন করেন। সেই থেকেই প্রাচীন রীতিনীতি মেনে চলে আসছে মা ভগবতীর পুজো। ভগবতী পুজো মানেই মা দুর্গার আগমনের বার্তা! মা ভগবতী পুজোর মহাসপ্তমীর ঠিক একমাস পর এই দিনই হবে মা দুর্গার মহাসপ্তমীর পুজো।
advertisement