TRENDING:

Durga Puja: বর্ধমানে তৈরি হচ্ছে আকর্ষণীয় কাঠের দুর্গা, দেখলে মুগ্ধ হবেন 

Last Updated:

Durga Puja: রাত দিন পরিশ্রম করে তৈরি করতে হচ্ছে এই কাঠের দুর্গা। এই দুটি দুর্গা তৈরির জন্য লক্ষাধিক টাকা পারিশ্রমিক পাবেন শিল্পী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরই বাঙালির সবথেকে পছন্দের উৎসব দুর্গাপুজো। দুর্গা পুজোর জন্য রাজ্য জুড়ে জোরকদমে চলছে প্রস্তুতি। তৎপরতার সঙ্গে চলছে প্যান্ডেল এবং প্রতিমা তৈরির কাজ। তবে এবার দেখা গেল মাটির নয়,কাঠের প্রতিমা তৈরির ছবি। পূর্ব বর্ধমান জেলার এক শিল্পী তৈরি করছেন একসঙ্গে দুটি কাঠের দুর্গা প্রতিমা। এই দুটি দুর্গা প্রতিমা পাড়ি দেবে দুটি ভিন্ন জায়গায়। একটা প্রতিমা যাবে দুর্গাপুর এবং অপর একটি প্রতিমা পাড়ি দেবে কলকাতা। পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপের বাসিন্দা এই শিল্পীর নাম দেবপ্রসাদ দত্ত। দেবপ্রসাদ দত্তের হাতের কারুকার্যে দারুন ভাবে গড়ে উঠছে এই কাঠের দুর্গা প্রতিমা।
advertisement

আরও পড়ুন: কলকাতার সঙ্গে যেন নাড়ির টান! ট্রামকে বাঁচিয়ে রাখার লড়াই! গণ-অবস্থানের ডাক শহরে

দেবপ্রসাদ দত্ত এই প্রসঙ্গে জানিয়েছেন, এবছর আমি দুটি কাঠের দুর্গা প্রতিমা তৈরি করছি। যার মধ্যে এক চালের দুর্গা প্রতিমা যাবে কলকাতা। এবং পাট পাট করে যে দুর্গা মূর্তি তৈরি হচ্ছে সেটা যাবে দুর্গাপুর। এই মূর্তি তৈরির জন্য এখন রাত দিন পরিশ্রম করতে হচ্ছে। হাতে আর বেশি সময় নেই।\”পূর্ব বর্ধমান জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন একাধিক শিল্পী। পূর্ব বর্ধমান জেলার শোলা শিল্প, ডোকরা শিল্প, কাঁথা স্টিচ শিল্পের যেমন খ্যাতি রয়েছে। ঠিক সেরকমই ভাল কদর রয়েছে এখানকার কাষ্ঠশিল্পীদেরও। এই জেলার বিভিন্ন শিল্পীর তৈরি হাতের কাজ পাড়ি দিয়েছে বিদেশেও। প্রত্যেক শিল্পীদের মতন পুজোর জন্য অধীর অপেক্ষায় থাকেন কাষ্ঠশিল্পীরাও।

advertisement

সেরকমই এবছর দুর্গাপুজোয় নজরকাড়া কাঠের দুর্গা তৈরি করছেন অগ্রদ্বীপের দেবপ্রসাদ দত্ত। এই প্রসঙ্গে শিল্পী দেবপ্রসাদ দত্ত আরও জানিয়েছেন, গতবছর দুর্গাপুজোয় আমার তৈরি দুর্গা প্রতিমা গিয়েছিল রাঁচি। এবারেও জেলার বাইরে আমার প্রতিমা যাচ্ছে। পুজোয় দুর্গা তৈরির অর্ডার না এলে আমাদেরও মন খারাপ হয়। এই মূর্তি তৈরি করে আমারও রোজগার হবে। পুজোতে আমরাও হেসে খেলে আনন্দ করতে পারব। আমার তৈরি দুর্গা প্রতিমা বাইরে যাচ্ছে, এটা আমার কাছে খুবই আনন্দের বিষয়।

advertisement

View More

কলকাতা এবং দুর্গাপুরের পুজো প্যান্ডেলে দেখা যাবে বর্ধমানের শিল্পীর তৈরি কাঠের দুর্গা। এই কাঠের দুর্গার প্রতিমা নজর কাড়বে বহু মানুষের। বর্তমানে পুজোর আগে সেই মূর্তি তৈরির কাজ চলছে জোর কদমে। রাত দিন পরিশ্রম করে তৈরি করতে হচ্ছে এই কাঠের দুর্গা। এই দুটি দুর্গা তৈরির জন্য লক্ষাধিক টাকা পারিশ্রমিক পাবেন শিল্পী দেবপ্রসাদ দত্ত। স্বভাবতই পুজোর আগে যথেষ্ঠ আনন্দে রয়েছেন শিল্পী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja: বর্ধমানে তৈরি হচ্ছে আকর্ষণীয় কাঠের দুর্গা, দেখলে মুগ্ধ হবেন 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল