TRENDING:

নেইল আর্টের পুজোর ট্রেন্ডে গা ভাসান, দেখুন কী কী চলছে

Last Updated:

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় আবার এই চাহিদা আরও  কয়েকগুণ বৃদ্ধি পায়। এখন কেবল যুগের সঙ্গে পাল্লা দিয়ে নয় বরং আধুনিক পোশাক, সাজসজ্জা, হেয়ার কাট, নেইল আর্ট সবেতেই মানুষ  ট্রেন্ডের সঙ্গে পা মেলচ্ছে। এই পুজোর সময় নেইল আর্টিস্টদের ব্যস্ততা চরমে উঠেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, দীপিকা সরকার: এবারের দুর্গাপুজোয় নেইল আর্টের নয়া ট্রেন্ড কী? আপনিও কি এই ট্রেন্ডে সামিল হতে চান? বর্তমানে ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলছে মানুষ। পুজো আসছে। তাই পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সুন্দর করে তুলতে উঠে পড়ে লেগেছে বর্তমান প্রজন্ম। মেয়েদের পায়ের এবং হাতের নখে নানান কারুকার্য ফুটে ওঠার পাশাপাশি  নিউড শেডেড নেইল আর্টস, প্রেস অন নেইলস, নেইল এক্সটেনশন ইত্যাদি  হাজারও নেইল আর্টসের রমরমা। তবে এবার পুজোয় নেইল আর্টের নয়া ট্রেন্ড হল- নিউড বেসড ক্যাটস আই। আর সেই ট্রেন্ডেই গা ভাসাচ্ছে নতুন প্রজন্ম।
advertisement

নেইল আর্টিস্টদের দাবি, গত কয়েক বছরে হঠাৎই শিল্পাঞ্চল জুড়ে দ্রুত গতিতে বাড়ছে নেইল আর্টের চাহিদা। আর নেইল আর্টিস্ট বা নখ শিল্পীদের চাহিদাও ব্যাপক হারে বেড়েছে দুর্গাপুরে। যার প্রধান কারণ হল, সোশ্যাল মিডিয়ায় নখের সাজসজ্জার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন।

আরও পড়ুন: কোহিনুরে চিতাবাঘের আতঙ্ক! জব্দ করতে দেওয়া হল ছাগলের টোপ

advertisement

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় আবার এই চাহিদা আরও  কয়েকগুণ বৃদ্ধি পায়। এখন কেবল যুগের সঙ্গে পাল্লা দিয়ে নয় বরং আধুনিক পোশাক, সাজসজ্জা, হেয়ার কাট, নেইল আর্ট সবেতেই মানুষ  ট্রেন্ডের সঙ্গে পা মেলচ্ছে। এই পুজোর সময় নেইল আর্টিস্টদের ব্যস্ততা চরমে উঠেছে। পুজো ছাড়াও সারাবছর বিভিন্ন অনুষ্ঠানে এই ট্রেন্ডের কদর শিল্পাঞ্চলে বাড়ছে। দুর্গাপুজো উপলক্ষে নখে দুর্গার রূপ সহ পুজো কেন্দ্রীক নানান আর্ট ফুটিয়ে তোলা হচ্ছে।

advertisement

View More

দুর্গাপুরের এক বিশিষ্ট নেল আর্টিস্টের দাবি, ইনস্টাগ্রাম, ইউটিউব-এর মত সামাজিক প্ল্যাটফর্মে নেইল আর্টের নতুন নতুন ডিজাইন ও ট্রেন্ড শেয়ার হওয়ার কারণে মানুষ এগুলো অনুসরণ করতে আগ্রহী হচ্ছেন। বিভিন্ন পোশাক ও অনুষ্ঠানের সঙ্গে মিলিয়ে নখ সাজাতে চাইছেন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দুর্গাপুরের বিশিষ্ট নেইল আর্টিস্ট দোলা চট্টোপাধ্যায়, দুর্গাপুর সগড়ভাঙা এলাকার বাসিন্দা। নেইল আর্ট তাঁর একপ্রকার নেশা থেকে পেশায় পরিণত হয়েছে। ২০২০ সালে থেকে নেল আর্টিস্ট হিসেবে তাঁর সুখ্যাতি সর্বত্র। জানিয়েছেন, আগের থেকে বর্তমানে নেল আর্টের যেমন চাহিদা বেড়েছে তেমনই নেল আর্ট শেখার চাহিদাও বেড়েছে। দোলাদেবীর কাছে এখনও পর্যন্ত প্রায় দেড়শো জন নেল আর্ট শিখেছেন। তিনি নিজে রোজগারের পাশাপাশি অন্যান্য মেয়েদেরও রোজগারের  দিশা দেখাচ্ছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নেইল আর্টের পুজোর ট্রেন্ডে গা ভাসান, দেখুন কী কী চলছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল