বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এই দিঘা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় সেই সঙ্গে বিনোদনের পসরা সাজিয়ে এখন আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। দিঘায় আসা পর্যটক এবং স্থানীয় মানুষজনদের চিকিৎসা পরিষেবার পৌঁছে দিতে দিঘা স্টেট জেনারেল হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নে নজর দেওয়া হয়েছে। দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুরক্ষা সংক্রান্ত বিষয়ের তদারকিতে হাসপাতাল পরিদর্শনকরেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজী। হাসপাতালে নবনির্মিত র্যাম্পের উদ্বোধন করেন তিনি। সেই সঙ্গে হাসপাতাল পরিদর্শন করেন, রোগীদের সুবিধা ও অসুবিধার সম্পর্কে খোঁজ খবর নেন।
advertisement
আরও পড়ুন: দুর্গাপুজো আসতেই ব্যস্ত এই শিল্পীরা, দেখুন
জেলাশাসক হাসপাতালে রোগীদের সঙ্গে কথা বলেন। তাদের অভাব অভিযোগ শুনলেন। হাসপাতালের বাথরুমের অব্যবস্থা নিয়ে সুপারকে যেমন সতর্ক করেন। তিনি জানান, ‘আগামী কয়েক মাসে হাসপাতালে রোগী পরিষেবার ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটবে। ইতিমধ্যেই বেশ কিছু প্রকল্পের কাজ শুরু হয়েছে হাসপাতালে। হাসপাতালে দ্রুততার সঙ্গে মহিলা বিভাগে এসির ব্যবস্থা করা হবে ও এক্স-রে পরিষেবার জন্য নতুন করে পাওয়া যাবে। এর পাশাপাশি দিঘা স্টেট জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটার চালু করা হবে।’
দিঘা স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি, হাসপাতালের মূল ভবন পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। যখন তখন কংক্রিটের চাঙর খসে পড়ছে। উপকূলবর্তী মানুষজনদের পাশাপাশি দিঘায় আসা পর্যটকদের চিকিৎসার জন্য বড় ভরসা এই দিঘা স্টেট জেনারেল হাসপাতাল। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি এই হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি চিকিৎসা পরিষেবা আরও উন্নতি হোক। দিঘা স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসা পরিষেবার উন্নতিতে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
সৈকত শী