TRENDING:

Durga Puja Fashion: পুজোয় ট্রেন্ডিং মডার্ন তাঁতের শাড়ি! দেখেই 'ফিদা' মহিলারা, সস্তায় কিনতে চাইলে চলে আসতে হবে 'এই' ঠিকানায়

Last Updated:

Durga Puja Fashion: এই মডার্ন তাঁতের শাড়িগুলি যেমন দৈনন্দিন জীবনে পরার উপযোগী, তেমনই উৎসব বা বিশেষ অনুষ্ঠানেও পরা যাবে। এতে রয়েছে আধুনিকতার ছোঁয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দীপিকা সরকার, দুর্গাপুরঃ তাঁতের শাড়ি মানেই ‘আউট অফ ফ্যাশন’ ভাবেন? এবার সেই ভাবনা হয়তো বদলাবে। এবারের পুজোয় তাঁতের শাড়ির প্রেমে পড়বেন আপনিও। কারণ দুর্গাপুরে চলে এসেছে আধুনিক ও ঐতিহ্যবাহী নকশার সংমিশ্রণে অভিনব ডিজাইনের তাঁতের শাড়ির বিপুল সম্ভার। নিশ্চয়ই ভাবছেন, কোথায় গেলে পাবেন এমন অভিনব সব শাড়ির কালেকশন?
advertisement

দুর্গাপুজোর আগে দুর্গাপুর শিল্পাঞ্চলে তাঁতের শাড়ির হাট বসেছে। সেখানে মিলছে নানান অভিনব স্টাইলের নানা শাড়ি। পুজোর মরশুমে হাতে তৈরি এমন অভিনব তাঁতের শাড়ির সম্ভার পেয়ে ভিড় জমাচ্ছেন ক্রেতারাও। আধুনিক ডিজাইন তরুণ প্রজন্মকে ঐতিহ্যবাহী তাঁতের শাড়ির প্রতি ব্যাপকভাবে আকৃষ্ট করছে বলে দাবি ব্যবসায়ীদের।

আরও পড়ুনঃ প্রতি পদে বিপদ! প্রাণ হাতে নিয়ে হেঁটে নদী পারাপার! কিন্তু কেন? ভয়ঙ্কর ছবি রাজ্যে

advertisement

এই মডার্ন তাঁতের শাড়িগুলি যেমন দৈনন্দিন জীবনে পরার উপযোগী, তেমনই উৎসব বা বিশেষ অনুষ্ঠানেও পরা যাবে। এতে রয়েছে আধুনিকতার ছোঁয়া। পুজোর মরশুমে তাই দেদার বিকোচ্ছে দুর্গাপুর হাটে নানান কারুকার্যে ভরা তাঁতের শাড়ি। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতর, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত ‘জেলা হস্ততাঁত ও তাঁত ভিত্তিক হস্তশিল্প মেলা ২০২৫’ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ১০ দিন ব্যাপী এই মেলা আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত্রি ৯টা অবধি দুর্গাপুরের পলাশডিহা এলাকায় ‘দুর্গাপুর হাট’ খোলা থাকছে।

advertisement

এই মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত হস্ততাঁত শিল্পীদের হাতে তৈরি উন্নতমানের নানা তাঁত সামগ্রীর বিপুল সম্ভার প্রদর্শনীর পাশাপাশি চলছে কেনাবেচা। পুজোর আগে আধুনিক ও ঐতিহ্যবাহী নকশার সংমিশ্রণে তৈরি তাঁতের শাড়ি কিনতে ঝাঁপিয়ে পড়ছেন মহিলারা। এখন প্রশ্ন, কী কী শাড়ি পাওয়া যাবে?

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুর ও ফুলিয়া এলাকার নানা ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি রয়েছে এই হস্তশিল্প মেলায়। এছাড়া হ্যান্ডলুম, মধুবনি, ফুলিয়ার তাঁত, পাশমিনা, কোষা সিল্ক, কালনার তাঁত, মহেশ্বরী, কোটা ডোরিয়া, গাদওয়াল, ভেঙ্কটগিরি সহ একাধিক নামিদামী শাড়ি এখানে মিলবে। এই শাড়ি ঐতিহ্য ও সমসাময়িক ফ্যাশনের মিশ্রণে মহিলাদের জনপ্রিয়তা অর্জন করেছে বলে দাবি বিক্রেতাদের। পাশাপাশি ক্রেতাদের দাবি, খোলাবাজারের চেয়ে অনেকটাই সস্তায় শাড়ি পাওয়া যাচ্ছে। শাড়ি ছাড়াও এখানে তাঁতের নানা পোশাকও অত্যন্ত সুলভ মূল্যে মিলছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja Fashion: পুজোয় ট্রেন্ডিং মডার্ন তাঁতের শাড়ি! দেখেই 'ফিদা' মহিলারা, সস্তায় কিনতে চাইলে চলে আসতে হবে 'এই' ঠিকানায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল