পুজো মানেই আনন্দ উল্লাসে মেতে উঠে মায়ের আরাধনা। আর তার সঙ্গেরয়েছে নতুন পোশাক পরে নিজের প্রিয়জনকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরোনো। বাঙালি ছেলেদের পছন্দের তালিকায় সর্বপ্রথম থাকে পাঞ্জাবি এবং ধুতি। অষ্টমীর সকালে পাঞ্জাবি পরে উমাকে পুষ্পাঞ্জলি দেওয়ার চল সেই কবে থেকেই। তাই পুজোর আগেই রমরমিয়ে বিক্রি হচ্ছে পাঞ্জাবি, ধুতি, শেরওয়ানি, কুর্তা, পাজামা।
advertisement
আরও পড়ুনঃ ডেঙ্গিতে ছারখার! স্কুলের মাঠই মশার আঁতুরঘর! আতঙ্কে স্কুল যাওয়ায় অনীহা পড়ুয়াদের
পাঞ্জাবি বলতেই মাথায় আসে নামী-দামি ব্র্যান্ডের কথা। রিলায়েন্স ট্রেন্ডস, ফ্যাব ইন্ডিয়া, গাথা, লাইফস্টাইল, তালিকায় অনেক নাম। তবে তাদের সঙ্গে পাল্লা দিতে প্রতিবছর প্রস্তুত হয়ে যায় স্থানীয় পাঞ্জাবির দোকানগুলি। তালিকায় রয়েছে বীরভূমের রামপুরহাট হাটতলা মোড়, বামাক্ষ্যাপা রোডে অবস্থিত পাঞ্জাবি কর্ণার। পুজোর আগে লাইন দিয়ে বিক্রি হচ্ছে পাঞ্জাবি।
পাঞ্জাবি কর্ণারের এক সদস্য শাশ্বত পাল জানান, এ বারে নতুনত্ব সাইড বোতাম দিয়ে তৈরি পাঞ্জাবি। তার চাহিদা বাড়ছে যুব সমাজে। পুজো উপলক্ষে চলছে বিশেষ ছাড়। প্রত্যেক পাঞ্জাবির উপর ১০%, পাশাপাশি ৫% ক্যাশব্যাক। পরবর্তীতে কেউ ওই দোকান থেকে পাঞ্জাবি কিনলে 5% ক্যাশব্যাক পাবেন। তবে বিগত বেশ কয়েকদিন ধরে বীরভূমে লাগামছাড়া বৃষ্টিপাতের ফলে একদিকে যখন মণ্ডপসজ্জার কাজ আটকে পড়েছে। ঠিক তেমনই বিভিন্ন কাপড়ের দোকানে ক্রেতার সংখ্যা অনেকটাই কমেছে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে আজ সকাল থেকে রোদের ছোঁয়া পেয়েছে বীরভূম।
সৌভিক রায়