বনগাঁ ১২-র পল্লি স্পোর্টিং ক্লাব দুর্গাপুজোর অনুদান পেয়েছিল ৮৫ হাজার টাকা। এক দিকে যখন পুজোর আনন্দ শুরু হচ্ছে, অন্য দিকে বনগাঁ পৌরসভার প্রায় ১৮ ওয়ার্ডের মানুষ জলমগ্ন। অনেকের কাজ বন্ধ। তাদের পাশে দাঁড়াতে বনগাঁ ১২-র পল্লি স্পোর্টিং ক্লাবের কর্ণধার নারায়ণ ঘোষের নেতৃত্বে রবিবার বনগাঁ পৌরসভার ১৫, ২০, ২২ নম্বর ওয়ার্ড সহ কয়েকটি ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
advertisement
এদিকে, পুজোর অনুদান ফেরানো এখনও অব্যাহত রয়েছে। আরজি করকাণ্ডের প্রতিবাদে এবার অনুদান ফেরাল বৈদ্যবাটির পুজো কমিটি। পুজো যত এগিয়ে আসছে, আরজি কর ঘটনার প্রতিবাদে দুর্গাপুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যানের তালিকা দীর্ঘ হচ্ছে।
আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে নাগরিক সমাজ পথে নেমেছে। নিজেদের মতো করে প্রতিবাদ করছেন সকলেই। হুগলির উত্তরপাড়ার তিনটি, কোন্নগরের তিনটি, শ্রীরামপুরের দু’টি পুজো কমিটি অনুদান নেবে না বলে ঘোষণা করেছে আগেই। এবার সেই তালিকায় জুড়ল বৈদ্যবাটি বারোয়ারি দুর্গোৎসব সম্মিলনীর নাম।