TRENDING:

Durga Puja 2025: বাঙালিয়ানাকে ফুটিয়ে তোলা, বাংলার কৃষ্টিতেই মণ্ডপসজ্জা! দেউলী যুবতীর্থে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়

Last Updated:

Durga Puja 2025: ভারতীয় কৃষ্টিকে পুজো মণ্ডপে, অসাধারণভাবে সাজিয়ে তোলা দেউলী যুবতীর্থ ক্লাবের মণ্ডপ। দেখলে চোখ ফেরানো যায় না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: পুজোয় বৃষ্টির আশঙ্কার কথা শুনিয়েছিল হাওয়া অফিস। তবে সোমবার সপ্তমীর দিন সকালের দিকে জেলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বিকেল থেকেই পরিষ্কার আবহাওয়া গোটা মেদিনীপুর জুড়ে। স্বাভাবিকভাবেই অষ্টমী কিংবা নবমীতে প্যান্ডেল হপিং বাদ দিয়ে পুজো শুরুর আগেই ষষ্ঠী থেকেই বিভিন্ন প্যান্ডেল গুলোতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা।
advertisement

আকাশ খানিকটা পরিষ্কার হতেই বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডপে ব্যাপক ভিড় ছিল রবিবারের সন্ধ্যায়। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবে থাকে নানান থিমের আয়োজন। প্রত্যন্ত গ্রামীন এলাকা থেকে শহর কিংবা শহরতলিতে বেশ কয়েক লক্ষ টাকা বাজেটে নানান থিমে সাজিয়ে তোলা হয় গোটা পুজো মণ্ডপ। এবারে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার দেউলী যুবতীর্থ ক্লাবের থিম মাটির টানে মায়ের কাছে।

advertisement

প্রত্যন্ত গ্রামীণ এলাকায়, সাধারণ মানুষের মন জয় করতে বছরের শ্রেষ্ঠ উৎসব পাঁচ দিনের এই দুর্গা পুজোয় প্যান্ডেল এবং প্রতিমাকে নানাভাবে সাজিয়ে তোলে উদ্যোক্তারা। দেউলী যুবতীর্থ ক্লাব এবারে, বিভিন্ন সরার উপর ছবি, বাংলার পটচিত্র কোথাও বাঁশ, কুলো দিয়ে গোটা মণ্ডপের সাজসজ্জা করেছে। ৩৮ তম বর্ষে এবারের থিম তাই মাটির টানে মায়ের কাছে। বাহারি আলোকসজ্জা এবং প্রতিমা ও মণ্ডপে চমক রেখেছে দেউলী যুবতীর্থ ক্লাব। ষষ্ঠী থেকেই তাই দর্শনার্থীদের ভিড় জমেছে পুজো প্যান্ডেলে।

advertisement

আরও পড়ুন: ভারতে বেড়ানোর এত এত জায়গা, জানেন কোন রাজ্যে সবচেয়ে বেশি পর্যটক যায়? নামটা শুনলে চমকাবেন!

View More

বেশ কয়েক লক্ষ টাকা ব্যয় করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পুজো মণ্ডপে বেশ আয়োজন উদ্যোক্তাদের। মণ্ডপে ঢোকার মুখেই চোখে পড়বে বাংলার বিভিন্ন শিল্পকর্ম। দুর্গার মুখ থেকে লক্ষ্মীপ্যাঁচার অবয়ব, ত্রিশূল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপটিকে। ভেতরে প্রবেশ করলেই দেখা যাবে বাংলার পটচিত্র, সরার উপর বিভিন্ন ধরনের ইন্ডিয়ান পেইন্টিং, রয়েছে হাঁড়ি, কুলো এমনকি তালপাতার পাখা দিয়ে সাজসজ্জা। বাঁশ, মাটির ছোট ছোট কাপ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ভেতরটা। প্রতিমাতেও প্যান্ডেলের থিমে তৈরি করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: গোটা সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস, নাছোড় ঝড়-জলে কবে ভিজবে কোন কোন জেলা? আবহাওয়ার বড় আপডেট

রবিবার সন্ধ্যা থেকেই বেশ ভিড় ছিল বিভিন্ন পুজো মণ্ডপে। একইভাবে পঞ্চাশ বছরের পুজো আয়োজনে পশ্চিম মেদিনীপুরের বেলদারই নবীন প্রবীণ ক্লাবে বিশাল এক রাজস্থানের স্থাপত্যকে পুজো মণ্ডপে সাজিয়ে তুলেছে উদ্যোক্তারা। স্বাভাবিকভাবে আবহাওয়া অনুকূলে থাকলে বাকি কটা দিন ব্যাপক ভিড় হবে পুজো মণ্ডপে। প্রত্যন্ত গ্রামীণ এলাকায়ও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সকলের মধ্যে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: বাঙালিয়ানাকে ফুটিয়ে তোলা, বাংলার কৃষ্টিতেই মণ্ডপসজ্জা! দেউলী যুবতীর্থে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল