এগরার নবরূপ ক্লাবের পুজো এবছর ২০ বছরে পদার্পণ করল। এই দুই দশকে ক্লাবটি জেলার মানুষের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছে। প্রতিবছর তারা অভিনব থিম ও শিল্পকলার মাধ্যমে পুজোপ্রেমীদের মন জয় করে নেয়। একাধিকবার তাদের ঝুলিতে এসেছে সেরা পুজোর শিরোপা। মণ্ডপে দর্শনার্থীদের ভিড় থাকে লক্ষাধিক। এ বছরও সেই ধারাবাহিকতায় তারা দর্শকদের উপহার দিচ্ছে বেনারস ঘাটের থিম, যা তৈরি হচ্ছে বাঁশ, কাঠ, কাপড়, রঙিন আলোকসজ্জা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে।
advertisement
আরও পড়ুনঃ শুধু তারাপীঠে নয়! এই জেলাতেও রয়েছে মা তারা মন্দির, ঘুরে আসুন কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে
দূর রাজ্যে বেনারসের ঘাট এবার মিলবে এগরাতেই। ভোর থেকে রাত পর্যন্ত দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন বেনারসের ঘাটের পরিবেশ, আর সেই সঙ্গে সাউন্ড শো-এর মাধ্যমে মিলবে গঙ্গার আরতি, শঙ্খধ্বনি আর ভক্তিমূলক সংগীতের আবহ। শুধু প্যান্ডেল নয়, আলোকসজ্জাতেও থাকছে বিশেষ আকর্ষণ। রঙিন আলো আর থিম-ভিত্তিক সাজসজ্জা দর্শকদের নিয়ে যাবে একেবারে উত্তর ভারতের বেনারস ঘাটের আবহে।
দুর্গোৎসব মানেই শুধু দেবী আরাধনা নয়, এ উৎসব বাঙালির কল্পনা আর সৃজনশীলতারও উৎসব। সেই কল্পনাকেই বাস্তব রূপ দিচ্ছে এগরার নবরূপ ক্লাব। এবছর বেনারস ঘাটকে কেন্দ্র করে তৈরি এই প্যান্ডেল শুধু দর্শনার্থীদের চোখ ধাঁধান অভিজ্ঞতা দেবে না, বরং বাড়িয়ে তুলবে উৎসবের জৌলুসও।বলা যায়, যারা এবার কাশী বা বেনারস যেতে পারেননি, তাদের স্বপ্নপূরণ করবে এই পুজো। আর এইভাবেই নবরূপ ক্লাব আবারও প্রমাণ করছে, দুর্গোৎসব মানেই নতুন চমক, নতুন ভাবনা, আর অনবদ্য শিল্পসৃষ্টি।