গত বছর ‘ইতি তোমার মা’ দুর্গাপুজোয় শিহরণ জাগানো থিম করে তাক লাগিয়েছিল ওই কমিটি। পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, এবার তাঁদের পুজো ৩৫’তম বর্ষে পদার্পণ করেছে। প্রতিবছরই তাঁদের থিম দর্শনার্থীদের নজর কেড়েছে। দুর্গাপুরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো কমিটি একাধিকবার সেরার সেরা পুরস্কার পেয়েছে। সুষ্ঠ ও সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে নানান সামাজিক বার্তা পুজোর মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলেন প্রতিবারই। শিক্ষা ও সচেতনমূলক সামাজিক বার্তা দিতে থিমের নাট্যচিত্র তৈরির পরিকল্পনাকারী মূলত কমিটির সম্পাদক-সহ উদ্যোক্তারাই।
advertisement
পুজো কমিটির সম্পাদক সৌগত বন্দ্যোপাধ্যায় বলেন, “ভ্রণ অবস্থা থেকেই মেয়েদের বেঁচে থাকার লড়াই করতে হচ্ছে। এখনও সমাজে বহু মেয়ে শারীরিক, মৌখিক, মানসিক, অর্থনৈতিক, ধর্মীয়, জাতি, এবং যৌ*ন নি*র্যাতন-সহ নানান পাশবিক অত্যাচারের শিকার হচ্ছেন। ধর্ষণ, মারধর, অ্যাসিড নিক্ষেপের শিকার হচ্ছেন তাঁরা। এই নারী নির্যাতন রুখতে আমাদের এবারের থিম ‘আমি সেই মেয়ে’।”
মণ্ডপ দর্শনের পাশাপাশি মণ্ডপে শোনা যাবে থিমের সঙ্গে মানানসই ‘থিম সঙ’ প্রতিবছর আমাদের থিম সঙ হিট হয়। এই বছর থিমের সাথে সামঞ্জস্যতা বজাই রেখেই প্রতিমা গড়া হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মণ্ডপ সজ্জায় ব্যবহৃত হচ্ছে প্লাইউড, পাটকাঠি, বাঁশ ও নানান সামগ্রী। আধুনিক আলোকসজ্জায় সজ্জিত হবে মণ্ডপ। প্রায় ৩০ লক্ষ টাকা এবারের বাজেট রয়েছে। পুজোর প্রতিদিনই মণ্ডপ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই পুজোতে এলাকার প্রায় ৫০ জন মহিলা সামিল হন। তাঁরা পুজোর সমস্তরকম আয়োজন করেন। এই বছর পুজোর থিম সমাজে শিক্ষামূলক একটি বার্তা পৌঁছে দেবে বলে আশাবাদী উদ্যোক্তারা।