TRENDING:

Durga Puja 2025: মণ্ডপ সজ্জায় নারী নির্যাতনের জোরালো প্রতিবাদ! বাজবে গায়ে কাঁটা দেওয়া আবহ সঙ্গীত, শিউরে ওঠা পুজোর থিম 'এই' ক্লাবে

Last Updated:

Durga Puja Theme: জন্মের আগে থেকেই চলছে আত্মরক্ষার লড়াই। বেঁচে থাকার লড়াই, 'আমি সেই মেয়ে'। নারী নির্যাতন রুখতে এমনই শিউরে ওঠা থিম গড়ে তুলছে দুর্গাপুরের এই বিগ বাজেটের পুজো কমিটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, দীপিকা সরকার: মায়ের পেটেই যে ভ্রুণটিকে মেরে ফেলতে চেয়েছিল, সেই ভ্রুণ থেকেই লড়াই করে বেঁচে থাকা, ‘আমি সেই মেয়ে’। জন্মের আগে থেকেই চলছে যার আত্মরক্ষার পালা। বেঁচে থাকার লড়াই, ‘আমি সেই মেয়ে’। নারী নির্যাতন রুখতে এমনই শিউরে ওঠা থিম গড়ে তুলছে দুর্গাপুরের এই বিগ বাজেটের পুজো কমিটি। দুর্গাপুর শিল্পাঞ্চলের বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম বুদ্ধবিহার সার্বজনীন দুর্গোৎসব সম্মিলনীর দুর্গাপুজো। ওই কমিটি প্রায় প্রতিবারই সমাজকে সচেতনতার বার্তা দিয়ে আসেন থিমের মাধ্যমে। তাঁরা  সমাজ ও প্রকৃতি রক্ষায় নানান কার্যকলাপ ফুটিয়ে তোলে পুজো মণ্ডপে। তাঁদের আকর্ষণীয় থিম দর্শনার্থীদের নজর কাড়ে প্রতি বছরই। নজিরবিহীন থিমে আকৃষ্ট হয়ে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমে মণ্ডপ চত্বরে। এবার তাঁদের থিম ‘আমি সেই মেয়ে’।
advertisement

আরও পড়ুনঃ মাটির নয়, ১৫ ফুট উঁচু ও ২২ ফুট চওড়া শোলার দুর্গা! অনন্য প্রতিমা কোথায় তৈরি হচ্ছে জানেন? দেখলে চোখ দাঁড়িয়ে যাবে

গত বছর ‘ইতি তোমার মা’ দুর্গাপুজোয় শিহরণ জাগানো থিম করে তাক লাগিয়েছিল ওই কমিটি। পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, এবার তাঁদের পুজো ৩৫’তম বর্ষে পদার্পণ করেছে। প্রতিবছরই তাঁদের থিম দর্শনার্থীদের নজর কেড়েছে। দুর্গাপুরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো কমিটি একাধিকবার সেরার সেরা পুরস্কার পেয়েছে। সুষ্ঠ ও সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে নানান সামাজিক বার্তা পুজোর মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলেন প্রতিবারই। শিক্ষা ও সচেতনমূলক সামাজিক বার্তা দিতে থিমের নাট্যচিত্র তৈরির পরিকল্পনাকারী মূলত কমিটির সম্পাদক-সহ উদ্যোক্তারাই।

advertisement

আরও পড়ুনঃ  অনলাইন শপিং বাদ! এবছর পুজোয় দোকানে কেনাকাটার হিড়িক, টুক করে ঘুরে আসুন ‘এই’ বাজার থেকে, রেডিমেড পোশাকের সম্ভার

পুজো কমিটির সম্পাদক সৌগত বন্দ্যোপাধ্যায় বলেন, “ভ্রণ অবস্থা থেকেই মেয়েদের বেঁচে থাকার লড়াই করতে হচ্ছে। এখনও সমাজে বহু মেয়ে শারীরিক, মৌখিক, মানসিক, অর্থনৈতিক, ধর্মীয়, জাতি, এবং যৌ*ন নি*র্যাতন-সহ নানান পাশবিক অত্যাচারের শিকার হচ্ছেন। ধর্ষণ, মারধর, অ্যাসিড নিক্ষেপের শিকার হচ্ছেন তাঁরা। এই নারী নির্যাতন রুখতে আমাদের এবারের থিম ‘আমি সেই মেয়ে’।”

advertisement

মণ্ডপ দর্শনের পাশাপাশি মণ্ডপে শোনা যাবে থিমের সঙ্গে মানানসই ‘থিম সঙ’ প্রতিবছর আমাদের থিম সঙ হিট হয়। এই বছর থিমের সাথে সামঞ্জস্যতা বজাই রেখেই প্রতিমা গড়া হচ্ছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

মণ্ডপ সজ্জায় ব্যবহৃত হচ্ছে প্লাইউড, পাটকাঠি, বাঁশ ও নানান সামগ্রী। আধুনিক  আলোকসজ্জায় সজ্জিত হবে মণ্ডপ। প্রায় ৩০ লক্ষ টাকা এবারের বাজেট রয়েছে। পুজোর প্রতিদিনই মণ্ডপ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই পুজোতে এলাকার প্রায় ৫০ জন মহিলা সামিল হন। তাঁরা পুজোর সমস্তরকম আয়োজন করেন। এই বছর পুজোর থিম সমাজে শিক্ষামূলক একটি বার্তা পৌঁছে দেবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: মণ্ডপ সজ্জায় নারী নির্যাতনের জোরালো প্রতিবাদ! বাজবে গায়ে কাঁটা দেওয়া আবহ সঙ্গীত, শিউরে ওঠা পুজোর থিম 'এই' ক্লাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল