স্মৃতি কখনও মানুষকে কাঁদায় আবার কখনও মানুষকে আনন্দে ভাসিয়ে নিয়ে যায়। স্মৃতি আবার কখনও ফেলে আসা দিনগুলোর কথা মনে করায়। এবার দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকলেই আপনার পুরোনো দিনের কথা বা শৈশবের কথা মনে পড়তে বাধ্য হবে। পূর্ব মেদিনীপুরে নন্দকুমার থানা এলাকার খঞ্চি হাইস্কুল মাঠে মিলনবীথি ক্লাবের এবারের দুর্গাপুজোর থিম ‘স্মৃতি’।
আরও পড়ুনঃ দুর্গাপুজোয় অতীতের মুখোমুখি! ‘এই’ মণ্ডপের অন্দরমহল জুড়ে শুধুই নস্টালজিয়া, পুরনো সেই দিন ‘ফিরে দেখা’
advertisement
পুজো মণ্ডপ সেজে উঠছে পুরোনো দিনের হারিয়ে যাওয়া জিনিসপত্র দিয়েই। কোথাও ফেলে দেওয়া সাইকেল টায়ার দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। কোথাও আবার কাগজের নৌকা দিয়ে সাজানো। সঙ্গে রয়েছে গামছার কাজ। হাতে টানা রিকশা আরও অনেক কিছু। পুরো মণ্ডপ জুড়েই পুরোনো দিনের জিনিসপত্রে ফুটিয়ে তোলা হয়েছে নানান চিত্র।
খঞ্চি মিলন তিথি ক্লাবের পুজো এবার ৫০ বছরে পড়েছে। তাই মণ্ডপে থিম করা হয়েছে স্মৃতি। এ বিষয়ে পুজো কমিটির সম্পাদক জানান, ‘মণ্ডপে থিমের মাধ্যমে পুরোনো দিনের দৃশ্যপট তুলে ধরা হয়েছে। মণ্ডপে ঢুকলেই পুরোনো দিনের কথা ভেসে আসবে মানুষের মনে। এছাড়া ক্লাবের প্রথম পুজোর শুরু থেকে এদিন পর্যন্ত নানান ধরনের ছবি মণ্ডপ দেওয়াল জুড়ে চিত্রিত হবে। ৫০’তম বর্ষ বলে এবারে পুজোর বাজেট বেড়েছে। এবারে পুজোর বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা’।
জেলার অন্যতম বিগ বাজেটের পুজো খঞ্চি মিলনবীথি। প্রতিবছর বহু মানুষের সমাগম হয় এই পুজো মণ্ডপে। চলতি বছর দুর্গাপুজায় বহু মানুষের সমাগম ভোটের বলে আশা করছেন পুজো উদ্যোক্তারা।সাধারণ মানুষকে আনন্দ দিতে তাই স্মৃতির থিম আয়োজন করছেন উদ্যোক্তারা।
নিম্নচাপের দুর্যোগ মাথায় নিয়েও দিনরাত এক করে মণ্ডপ সজ্জার কাজ করে যাচ্ছেন মণ্ডপ শিল্পীরা। থিম স্মৃতিতে সেজে ওঠা এই মণ্ডপে এলেই আপনাকে স্মৃতিমেদুর হতে হবেই। মন আপনাকে নিয়ে যাবে কয়েক দশক পিছিয়ে যাওয়া সময়ে।