TRENDING:

Durga Puja 2025: জৌলুস কমলেও আন্তরিকতার অভাব নেই ঘোষবাড়িতে ১৬০ বছরের প্রাচীন এই পুজোয়

Last Updated:

Durga Puja 2025: দেবী দুর্গা প্রতিমা দেখার জন্য গ্রামবাসীদের যেতে হতো দূরবর্তী গ্রামে। সেই সময় ঘোষ পরিবারের এক পূর্বপুরুষ কালীচরণ ঘোষ গ্রামের মানুষ ও পরিবারের সকলের কথা ভেবেই দুর্গাপুজো শুরু করার সিদ্ধান্ত নেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবগ্রাম, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদের প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম হল ঘোষবাড়ির দুর্গাপুজো। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের গোপগ্রামে অবস্থিত ঘোষ পরিবারের দুর্গাপুজো এ বছর পা দিল ১৬০ বছরে। ইতিহাসে ভরপুর এই পুজো শুধু ঘোষ পরিবারের নয়। গোটা এলাকার মানুষের কাছে আজও এক মহোৎসব।
advertisement

জানা গিয়েছে, এক সময় এই অঞ্চলে দুর্গাপুজোর প্রচলন ছিল না। দেবী দুর্গা প্রতিমা দেখার জন্য গ্রামবাসীদের যেতে হতো দূরবর্তী গ্রামে। সেই সময় ঘোষ পরিবারের এক পূর্বপুরুষ কালীচরণ ঘোষ গ্রামের মানুষ ও পরিবারের সকলের কথা ভেবেই দুর্গাপুজো শুরু করার সিদ্ধান্ত নেন। যদিও তার আগে থেকেই ঘোষ বাড়িতে কালীপুজো প্রচলিত ছিল, কিন্তু মাঝের কিছু সময় পুজো বন্ধ হয়ে গেলে নানা দুর্ঘটনা ও সমস্যায় জড়িয়ে পড়ে পরিবার। অবশেষে পুজো পুনরায় শুরু করার পর সেই সমস্ত সমস্যার অবসান ঘটে।

advertisement

পরিবারের বিশ্বাস, প্রজন্মের পর প্রজন্ম ধরে পুজোর আয়োজন অব্যাহত রয়েছে। বর্তমানে ঘোষ পরিবারের অনেক সদস্য বিদেশে বা দেশের বিভিন্ন প্রান্তে থাকলেও দুর্গাপুজোর সময় সকলে ফিরে আসেন গ্রামে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হলেও মায়ের আরাধনায় একত্রিত হন সকলে।

আরও পড়ুন : দুর্গাপুজোয় কেন প্রয়োজন ১০৮ লাল পদ্ম? কখন নিবেদন করা হয় এই ফুল? জানুন জ্যোতিষ পরামর্শ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পুজোর দিন নির্দিষ্ট নির্ঘণ্ট মেনে মন্দির প্রাঙ্গণে আয়োজন হয় দেবীর পুজো। এখন সেই জৌলুস নেই ঠিকই, কিন্তু পরিবারের সদস্যরা দেশ-বিদেশে যে যেখানেই থাকুক, পুজোর চার দিন এক জায়গায় জড়ো হন। এক চালায় মা দুর্গার মূর্তি ৷ ডাকের সাজ দেখা যায় মা দুর্গাকে। গ্রামের মানুষ ও দূরদূরান্ত থেকে আগত ভক্তরা এই আয়োজনে শামিল হন। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, ঘোষ বাড়ির দুর্গাপুজো এখন হয়ে উঠেছে মিলনমেলা ও আনন্দোৎসবের এক অনন্য কেন্দ্রবিন্দু।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: জৌলুস কমলেও আন্তরিকতার অভাব নেই ঘোষবাড়িতে ১৬০ বছরের প্রাচীন এই পুজোয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল