TRENDING:

Durga Puja 2025 : টাকির বুকে এক টুকরো মায়াপুর! বয়স্কদের জন্য উমার আরাধনায় কৃষ্ণপ্রেমের আয়োজন, ভিড় অবাক করবে

Last Updated:

Durga Puja 2025 : টাকির বুকে এক টুকরো ইসকন। বয়সের ভারে মুহ্যমান অনেকেই আর দীর্ঘ পথ অতিক্রম করতে পারেন না। তাই উমার আরাধানায় কৃষ্ণপ্রেমের ব্যবস্থা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টাকি, জুলফিকার মোল্যা: উমার আরাধনায় টাকির বুকে ফুটে উঠল মায়াপুরের এক টুকরো ইসকন। মায়াপুরের ইসকন মন্দির সারা পৃথিবীর মধ্যে খ‍্যাতি লাভ করেছে। দেশ-বিদেশের বহু পর্যটক ও পূর্ণ্যার্থী এই মন্দিরে প্রতিনিয়ত ভিড় জমান। সেখানকার ভোগ ও কীর্তন উপভোগ করেন আগত পূর্ণ্যার্থীরা।
advertisement

কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে নতুন প্রজন্ম শ্রীলা প্রভুপাদের আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। তাই তারা মানব সেবার কাজে লিপ্ত হতে পারছে না। অনেকেই ইসকনের মাহাত্ম্য সম্পর্কে জ্ঞানত অক্ষম। পাশাপাশি শহর টাকির অনেক বৃদ্ধ-বৃদ্ধারা দীর্ঘ পথ অতিক্রম করে মায়াপুর যেতে সক্ষম হয় না। তাই আক্ষেপ থেকে যায় অনেকের। তাই এই দুই সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে টাকি টাউন কালচারাল অ্যাসোসিয়েশন।

advertisement

আরও পড়ুন : থিমে টেক্কা দেওয়ার যুগে ব্যতিক্রম এই পুজো! এখনও মিলেমিশে এখানে হয় উৎসব! ২০ গ্রামের একটাই পুজো, দেখে আসুন

টাকি পৌরসভার ৬নং ওয়ার্ডের টাকি এরিয়ান ক্লাব ময়দানে দুর্গাপুজোর মন্ডপ সেজে উঠল মায়াপুরের ইসকন মন্দিরের আদলে। মণ্ডপ প্রাঙ্গনে প্রবেশ করলে দেখা মিলবে একেবারে ইসকনের পরিবেশ। সেখানে এক দিকে যেমন সারাক্ষণ চলছে হরিনাম। আবার মণ্ডপের দেওয়ালে শ্রীকৃষ্ণের মহিমা ব্যক্ত করতে একাধিক ছবিরও দেখা মিলছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

যা দেখতে পর্যটকের ঢল নেমেছে টাকি শহরের প্রাণের পুজোয়। পুজো কমিটির সম্পাদক প্রদ্যুৎ দাশ বলেন, “বয়সের ভারে দীর্ঘ পথ অতিক্রম করে অনেকেই মায়াপুরের ইসকন মন্দিরে যেতে পারেন না। সেই আক্ষেপ পূরণ করতেই আমাদের এই চিন্তা ভাবনা। পুজোর দিনগুলিতে মায়াপুরের প্রভুদের নিয়ে সংকির্তনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মায়াপুর ইসকন মন্দিরের ভোগের অনুকরণে প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : টাকির বুকে এক টুকরো মায়াপুর! বয়স্কদের জন্য উমার আরাধনায় কৃষ্ণপ্রেমের আয়োজন, ভিড় অবাক করবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল